وَ এবং, আর, ও, শপথ, সহ, সঙ্গে, অথচ, তখন, এমতাবস্থায় ১:৫

مَوْئُوْدَةٌ <وأد জীবিত দাফনকৃত কন্যা, জীবন্ত প্রোথিত, জিন্দা সমাহিত ৮১:৮

مَوْئِلٌ <وأل সুরক্ষিত আশ্রয়, আশ্রয়স্থল, আবর্তনস্থল, প্রত্যাবর্তনস্থল, গন্তব্যস্থল, ঠিকানা ১৮:৫৮

أَوْبَارٌ و وَبَرٌ <وبر পশম, লোম, রোম, পাখির পালক ১৬:৮০

أَوْبَقَ <وبق ধ্বংস করা, বিনাশ করা, বিলীন করা, লণ্ডভণ্ড করা, বিধ্বস্ত করা৪২:৩৪

مَوْبِقٌ ধ্বংসস্থল, ধ্বংসালয়, ধ্বংসস্তুপ, ভগ্নাবশেষ ১৮:৫২

وَابِلٌ <وبل প্রবলবর্ষণ, মূষলধারে বৃষ্টি ২:২৬৫

وَبَالٌ ص কুপরিণতি, অশুভ পরিণাম ৫:৯৫

وَبِيْلٌ ام ভীষণ শাস্তি, কঠোর পাকড়াও ৭৩:১৬

أَوْتَادٌ و وَتِدٌ، وَتَدٌ <وتد পেরেক, কীলক, অর্গল ৩৮:১২

وَتَرَ [ض] <وتر কম করা, কমিয়ে দেওয়া, হ্রাস করা ৪৭:৩৫

تَتْرَا ক্রমান্বয়ে, ক্রমে ক্রমে, একের পর এক, একে একে, ধারাবাহিকভাবে, পরম্পরা ২৩:৪৪

وَتْرٌ جل أَوْتَارٌ এক, সর্বনিম্ন সংখ্যা, একক, বেজোড় দিবস ৮৯:৩

وَتِيْنٌ جل أَوْتِنَةٌ <وتن গর্দান, ঘাড়, রক্তবাহী রগ, হৃদয়তন্ত্রী, হৃৎপিণ্ডের ধমনী ৬৯:৪৬

أَوْثَقَ <وثق মজবুত করে বাঁধা, বন্ধন করা, সুদৃঢ় করা ৮৯:২৬

وَاثَقَ পরস্পরে চুক্তি করা, প্রতিজ্ঞা করা, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, দৃঢ়প্রতিশ্রুতি নেওয়া ৫:৮

وَثَاقٌ جل وُثُقٌ বন্ধন, বাঁধন, চুক্তি, প্রতিজ্ঞা ৪৭:৪

مِيْثَاقٌ، مَوْثِقٌ চুক্তিবন্ধন, প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি, অঙ্গীকার ১২:৬৬

الْوُثْقَى দৃঢ়তম, মজবুত, সুদৃঢ় ২:২৫৬

أَوْثَانٌ و وَثْنٌ <وثن মূর্তি, প্রতিমা, দেবদেবী ২৯:১৭

وَجَبَ [ض] <وجب পড়ে যাওয়া, পতিত হওয়া, কাত হয়ে পড়া ২২:৩৬

وَجَدَ [ض] <وجد পাওয়া, লাভ করা, দেখতে পাওয়া ৩:৩৭

وُجْدٌ مص পাওনা, সাধ্য, সম্পদ, ধনসম্পদ ৬৫:৬

أَوْجَسَ <وجس ভয় পাওয়া, ভীত হওয়া, শঙ্কিত হওয়া, ঘাবড়ানো, আতঙ্কগ্রস্ত হওয়া, আঁতকে ওঠা, আশঙ্কা করা, ভীতসন্ত্রস্ত হওয়া ১১:৭০

أَوْجَفَ <وجف হাঁকানো, চালানো, চালনা করা, দ্রুত চালানো ৫৯:৬

وَاجِفَةٌ বেগবান, চলৎশীল, চঞ্চল, বিচলিত, ধাবমান, কম্পমান ৭৯:৮

وَجِلَ [س] <وجل ভয় পাওয়া, দুরদুর করা, ভীত হওয়া, শঙ্কিত হওয়া, ঘাবড়ানো, আতঙ্কগ্রস্ত হওয়া, আঁতকে ওঠা, আশঙ্কা করা, ভীতসন্ত্রস্ত হওয়া ৮:২

وَجِلٌ مث وَجِلَةٌ ভীত, শঙ্কিত, আতঙ্কিত, ভয়ক্লিষ্ট, সশঙ্ক, ভীতসন্ত্রস্ত ১৫:৫২

وَجَّهَ، تَوَجَّهَ <وجه মুখ করা, মুখ ফিরানো, অভিমুখী হওয়া ৬:৭৯

وَجْهٌ ج وُجُوْهٌ মুখমণ্ডল, চেহারা, আকার, রূপ, আকৃতি, আদল, মূলাকার, মূলরূপ, সন্তুষ্টি, লক্ষ্য ২:১১২

وِجْهَةٌ দিক, কিবলা, অভিমুখ ২:১৪৮

وَجِيْهٌ ص সম্মুখ শ্রেণীর, সামনের সারির, প্রথম শ্রেণীর, সম্মানিত, মর্যাদাবান ৩:৪৫

أَحَدٌ جل آحَاد مث إِحْدَى <وحد এক, একটি, একক সত্ত্বা, একজন, জনৈক, কেউ, অন্যতম ৯০:৭

وَحْدٌ এক, একাত্মবাদ, অনন্য, অদ্বিতীয় ৭:৭০

وَاحِدٌ جل أُحْدَانٌ مث وَاحِدَةٌ এক, একই, একজন, একমাত্র, অনন্য ৪:১

وَحِيْدٌ একাকী, একলা, অদ্বিতীয়, একমাত্র, অনন্য ৭৪:১১

وُحُوْشٌ و وَحْشٌ <وحش পশু, বন্যপশু, হিংস্রপ্রাণী, চতুষ্পদ জন্তু ৮১:৫

أَوْحَى <وحي ওহী প্রেরণ করা, প্রত্যাদেশ করা, এলাহী বার্তা পাঠানো ৪:১৬৩

وَحْيٌ مص ওহী, প্রত্যাদেশ, এলাহী বার্তা, আল্লাহর বাণী ১১:৩৭

وَدَّ [س]، وُدًّا <ودد কামনা করা, বাসনা করা, ভালোবাসা, পছন্দ করা, চাওয়া ১৯:৯৬

وَادَّ বন্ধুত্ব করা, অন্তরঙ্গ বানানো ৫৮:২২

مَوَدَّةٌ বন্ধুত্ব, হৃদ্যতা, অন্তরঙ্গতা, প্রিতি, ভালোবাসা, বন্ধুত্ব করা ৪:৭৩

وَدُودٌ ام স্নেহপরায়ণ, প্রেমময়, প্রিয়ভাজন ১১:৯০

وَدٌّ ওয়াদ: একটা দেবতা নাম ৭১:২৩

وَدَعَ [ف]، وَدَّعَ <ودع বিদায় করা, ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা ৩৩:৪৮

مُسْتَوْدَعٌ আশ্রয়স্থল, আমানতগাহ, গুদাম, ভাণ্ডার, সংরক্ষণাগার ৬:৯৮

وَدْقٌ مص <ودق বৃষ্টি, বর্ষণ, বারিধারা ২৪:৪৩

دِيَةٌ جل دِيَاتٌ <ودي দিয়াত, হত্যাপণ, খুনের মাশুল, রক্তপণ, রক্তমূল্য ৪:৯২

وَادٍ ج أَوْدِيَةٌ পাহাড়ের উপত্যকা ১৩:১৭

وَذِرَ [س] <وذر পরিহার করা, পরিত্যাগ করা, ছাড়া, ছেড়ে দেওয়া, ছাড় দেওয়া, মুক্ত রাখা, স্বাধীনতা দেওয়া, অধিকার দেওয়া, রেখে যাওয়া ২:২৩৪

وَرِثَ [ح] <ورث ওয়ারিস হওয়া, উত্তরাধিকারী হওয়া, মালিক হওয়া ৪:১১

أَوْرَثَ ওয়ারিস বানানো, উত্তরাধিকারী বানানো, মালিক বানানো ৭:১৩৭

وَارِثٌ ج وَرَثَةٌ ওয়ারিস, উত্তরাধিকারী, মালিক ২:২৩৩

مِيْرَاثٌ، تُرَاثٌ মৃত ব্যক্তির ত্যাজ্যসম্পত্তি, মিরাস, উত্তরাধিকার ৮৯:১৯

وَرَدَ [ض] <ورد পৌঁছা, উপনীত হওয়া, অবতরণ করা, পানির কাছে আসা, ঘাটে নামা ২১:৯৯

أَوْرَدَ পৌঁছানো, উপনীত করা, অবতরণ করানো, নামানো, ঘাটে আনা ১১:৯৮

وِرْدٌ جل أَوْرَادٌ অবতরণস্থল, জলাশয়ের ঘাট, তৃষ্ণার্ত, পিপাসার্ত, তৃষ্ণাতুর ১৯:৮৬

وَارِدٌ ج وَارِدُونَ অবতরণকারী, উপনীত, পানি বাহক ১২:১৯

مَوْرُودٌ আনীত, উপনীত ১১:৯৮

وَرْدٌ جل وُرْدٌ مث وَرْدَةٌ গোলাপী, লাল গোলাপ ৫৫:৩৭

وَرِيْدٌ جل أَوْرِدَةٌ، وُرُوْدٌ শাহরগ, ঘাড়ের রগ, শ্বাসনালী ৫০:১৬

وَرَقٌ جل أَوْرَاقٌ مث وَرَقَةٌ <ورق পাতা, পাত, পত্র, পল্লব ৭:২২

وَرِقٌ جل أَوْرَاقٌ রূপার পাত, রৌপ্যমুদ্রা ১৮:১৯

وَارَى <وري আবৃত করা, লুকানো, গোপন করা, ঢাকা ৫:৩১

تَوَارَى আবৃত হওয়া, গোপন হওয়া, সুপ্ত হওয়া, ঢেকে যাওয়া ১৬:৫৯

الْمُوْرِيَات পদাঘাতে আলোক বিকীর্ণকারী অশ্ব, আলোকবিচ্ছুরক, অগ্নিপ্রজ্বালক ১০০:২

وَرَاءٌ পশ্চাতে, পেছনে, অন্তরালে, আড়ালে, ব্যতীত, ছাড়াও, অতিরিক্ত ২:৯১

وَزَرَ [ض] <وزر বোঝা বহন করা, ভার গ্রহণ করা ৬:৩১

وِزْرٌ ج أَوْزَارٌ বোঝা, পাপ, পাপের বোঝা, আত্মরক্ষার অস্ত্রসস্ত্র ৪৭:৪

وَازِرَةٌ বহনকারী, ভারবাহী ৬:১৬৪

وَزَرٌ جل أَوْزَارٌ আশ্রয়স্থল, পানাহ, আত্মরক্ষার স্থান, আত্মরক্ষালয় ৭৫:১১

وَزِيْرٌ جل وُزَرَاءُ উজির, বাদশার নির্ভরশীল ব্যক্তি, মন্ত্রী, পরামর্শদাতা, যার পরামর্শে বাদশা আত্মরক্ষা করে, যে বাদশার বোঝা মাথা পেতে নেয় ২০:২৯

أَوْزَعَ <وزع কুচকাওয়াজ করা, সেনাদল রুখে রাখা, শক্তি যোগানো, নিয়ন্ত্রণ করা, সমবেত করা, অনুকূল করা, তাওফিক দেওয়া ২৭:১৭

وَزَنَ [ض]، وَزْنًا <وزن ওজন করা, মাপা, পরিমাপ করা, মেপে দেওয়া ৮৩:৩

مَوْزُوْنٌ মাপা, পরিমিত, সুষম, ভারসাম্যপূর্ণ, উপযুক্ত ১৫:১৯

مِيْزَانٌ ج مَوَازِينُ মাপযন্ত্র, মাপকাঠি, মানদণ্ড, দাঁড়িপাল্লা, তুলাদণ্ড, নিক্তি ৬:১৫২

وَسَطَ [ض] <وسط মাঝখানে ঢুকে পড়া, মাঝামাঝি আসা, অভ্যান্তরে যাওয়া ১০০:৫

وَسَطٌ جل أَوْسَاطٌ মধ্যমপন্থী, মধ্যপন্থী, ন্যায়পরায়ণ ২:১৪৩

أَوْسَطُ، وُسْطَى মধ্যম, মাঝবর্তী ২:২৩৮

وَسِعَ [س] <وسع প্রশস্ত হওয়া, পরিবেষ্টন করা, ঘিরে রাখা, বিস্তৃত হওয়া, সুবিস্তীর্ণ হওয়া, চওড়া হওয়া, বিশাল হওয়া, সুপরিসর হওয়া ২:২৫৫

وُسْعٌ প্রশস্ততা, বিশালতা, সাধ্য, সামর্র্থ্য, অনুযায়ী ২:২৩৩

وَاسِعٌ مث وَاسِعَةٌ প্রশস্তকারী, পরিবেষ্টক, বেষ্টক, বেষ্টনকারী, ধারক, প্রাচুর্যদাতা, প্রশস্ত, সুপরিসর, বিস্তারমান, বর্ধমান, বাড়ন্ত, বর্ধিষ্ণু, ক্রমবর্ধমান ২:১১৫

سَعَةٌ প্রাচুর্য, প্রশস্ততা ২:২৪৭

مُوْسِعٌ প্রাচুর্য লাভকারী, সম্পদবেষ্টক, ধনী, স্বচ্ছল, প্রাচুর্যপূর্ণ, স্বচ্ছলতাদানকারী, পরিবর্ধক, সম্প্রসারণকারী, সম্প্রসারক ৫১:৪৭

وَسَقَ [ض] <وسق আচ্ছন্ন করা, ধারণ করা, ছেয়ে ফেলা, ঢেকে নেওয়া ৮৪:১৭

اتَّسَقَ পূর্ণ হওয়া, পূর্ণতা লাভ করা, ঘিরে ফেলা, পরিবেষ্টক হওয়া ৮৪:১৮

وَسِيْلَةٌ جل وَسَائِلُ <وسل ওসিলা: মাধ্যম, উপায় ৫:৩৫

وَسَمَ [ض] <وسم পোড়া দাগ দেওয়া, সেকা দেওয়া, ছাপ দেওয়া, দাগ দেওয়া, চিহ্ন দেওয়া, নিদর্শন দেওয়া ৬৮:১৬

مُتَوَسِّمٌ অন্তর্দৃষ্টিসম্পন্ন, নিদর্শনদর্শী, সুক্ষ্মদর্শী, বিচক্ষণ, নিরীক্ষণকারী ১৫:৭৫

سِنَةٌ <وسن তন্দ্রা, ঝিমুনি, নিদ্রাবেশ, প্রমীলা, ঘুমঘুম ভাব, অবসাদ, শ্রান্তি ২:২৫৫

وَسْوَسَ <وسوس ওয়াসওসা দেওয়া, কুমন্ত্রণা দেওয়া, প্ররোচনা দেওয়া, কুপরামর্শ দেওয়া, সন্দেহ জাগানো, সংশয় সৃষ্টি করা ৭:২০

وَسْوَاسٌ جل وَسَاوِيْسُ কুমন্ত্রণাদাতা, প্ররোচনাদাতা, সন্দেহ সৃষ্টিকারী, শয়তান ১১৪:৪

شِيَةٌ مص <وشي দাগ, কলঙ্ক, দোষত্রুটি ২:৭১

وَاصِبٌ <وصب চিরস্থায়ী, স্থায়ী, বিরামহীন, ধারাবাহিক ৩৭:৯

وَصِيْدٌ جل وُصُدٌ <وصد প্রবেশপথ, চৌকাট, দহলিজ ১৮:১৮

مُؤْصَدَةٌ বন্দি, আবদ্ধ, পরিবেষ্টিত, বেষ্টনী, অগ্নিবেষ্টনি ৯০:২০

وَصَفَ [ض]، وَصْفٌ <وصف গুণকীর্তন করা, বর্ণনা করা, বলা, ব্যক্ত করা ৬:১৩৯

وَصَلَ [ض] <وصل পৌঁছা, উপনীত হওয়া, নাগাল পাওয়া, ধরে ফেলা, মিলন ঘটানো, সংযুক্ত করা, সম্পর্ক স্থাপন করা ২:২৭

وَصَّلَ উপর্যুপরি পাঠানো, সংযুক্ত করা ২৮:৫২

وَصِيْلَةٌ جل وَصَائِلُ সাতবার প্রসব করা ছাগল, পাঁচ গর্ভে দশটি শুধু মাদী বাচ্চা প্রজননকারিণী ছাগল ৫:১০৩

وَصَّى، تَوْصِيَةٌ، أَوْصَى <وصي ওসিয়ত করা, নির্দেশ দেওয়া, পরামর্শ দেওয়া ৩৬:৫০

تَوَاصَى পরস্পরে পরামর্শ করা, সদোপদেশ দেওয়া ৫১:৫৩

مُوصٍ ওসিয়তকারী, পরামর্শদাতা, নির্দেশক, নির্দেশদাতা ২:২৮২

وَصِيَّةٌ جل وَصَايَا ওসিয়ত, উপদেশ, নসীহত, নির্দেশ ৪:১২

وَضَعَ [ف] <وضع রাখা, প্রণয়ন করা, স্থাপন করা, বাচ্চা প্রসব করা, লাঘব করা, হালকা করা, সংবরণ করা ৩:৩৬

أَوْضَعَ পা রাখা, পদচারণা করা, হাঁকানো, ঘোড়া দৌঁড়ানো, তাড়িয়ে দেওয়া ৯:৪৭

مَوَاضِعُ و مَوْضِعٌ স্থান, জায়গা, পা রাখার স্থান, চারণভূমি, রনাঙ্গন, যুদ্ধক্ষেত্র ৫:১৩

مَوْضُوعَةٌ স্থাপিত, রক্ষিত ৮৮:১৪

مَوْضُونَةٌ <وضن সুউচ্চ, অলঙ্কৃত, কারুকার্য খচিত ৫৬:১৫

وَطَأَ [ف]، وَطْئًا <وطأ পদদলিত করা, পদপিষ্ট করা, পয়মাল করা, পথ মাড়ানো ৭৩:৬

وَاطَأَ পায়ে পায়ে চলা, কদমে কদমে চলা, অনুগামী করা, সমন্বয় করা, মিলিয়ে নেওয়া, অনুগামী করা ৯:৩৭

مَوْطِئٌ চলার স্থান, চারণভূমি, ফুটপাত, পথ, রাস্তা ৯:১২০

وَطَرٌ جل أَوْطَارٌ <وطر কামনা, প্রয়োজন ৩৩:৩৭

مَوَاطِنُ و مَوْطِنٌ <وطن বাসস্থান, গৃহ, স্থান, জায়গা ৯:২৫

وَعَدَ [ض]، وَعْدٌ، وَاعَدَ <وعد ওয়াদা করা, অঙ্গীকার করা, প্রতিজ্ঞা করা, প্রতিশ্রুতি দেওয়া, চুক্তি করা ৩:১৯৪

تَوَاعَدَ পরস্পরে ওয়াদা করা, পরস্পরে চুক্তি করা, প্রতিজ্ঞা করা, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, দৃঢ়প্রতিশ্রুতি নেওয়া ৮:৪২

وَعِيدٌ، مَوْعُودٌ শাস্তির প্রতিশ্রুতি, প্রতিশ্রুতশাস্তি, হুমকি, ভীতিপ্রদর্শন ৮৫:২

مَوْعِدٌ مث مَوْعِدَةٌ، مِيْعَادٌ প্রতিশ্রুত সময়, প্রতিশ্রুত স্থান, নির্ধারিত সময়, ওয়াদা, প্রতিজ্ঞা, ভীতিপ্রদর্শন, মেয়াদ, ৯:১১৪

وَعَظَ [ض] <وعظ ওয়াজ করা, নসীহত করা, উপদেশ দেওয়া ২:২৩১

وَاعِظٌ ওয়ায়েজ, উপদেশদাতা, নসীহতকারী ২৬:১৩৬

مَوْعِظَةٌ ওয়াজ, উপদেশবাণী, নসীহত, অনুপ্রেরণা ২:৬৬

وَعَى [ض] <وعي মনে রাখা, স্মরণ রাখা, সংরক্ষণ করা ৬৯:১২

أَوْعَى মনের ভিতর লুকিয়ে রাখা, সংরক্ষণ করা, কৃপণতা করা, দান না করা ৭০:১৮

وَاعِيَةٌ স্মরণকারী, রক্ষাকারী, শ্রুতিধর ৬৯:১২

وِعَاءٌ ج أَوْعِيَةٌ থলে, বস্তা, ভাণ্ড ১২:৭৬

وَفْدٌ جل وُفُوْدٌ <وفد প্রতিনিধি, দলে দলে, দূত, মেহমান ১৯:৮৫

مَوْفُورٌ <وفر পরিপূর্ণ, ভরপুর ১৭:৬৩

أَوْفَضَ <وفض দৌঁড়ানো, ধাবিত হওয়া, ছুটে যাওয়া, ত্বরা করা ৭০:৪৩

وَفَّقَ، تَوْفِيقًا <وفق অনুকূল করা, তাউফিক দেওয়া, আনুকুল্য করা ৪:৩৫

وِفَاقٌ مص আনুকূল্য, যথাযোগ্য, সামঞ্জস্যপূর্ণ ৭৮:২৬

وَفَّى، أَوْفَى <وفي পূর্ণ করা, পূর্ণতায় পৌঁছানো, পরিপূর্ণ করে দেওয়া, পুরাপুরি দেওয়া ৩:২৫

تَوَفَّى পূর্ণ করা, জীবনকাল পূর্ণ করে দেওয়া, আয়ুষ্কাল পূর্ণ করে দেওয়া, মৃত্যু দেওয়া, মরণ দেওয়া, মুত্যু ঘটানো ৫:১১৭

اسْتَوْفَى পূর্ণ করে নেওয়া, পূর্ণতা কামনা করা ৯৩:২

أَوْفَى পূর্ণতম, অধিক পূর্ণকারী ৯:১১১

مُوْفِيٌ পূর্ণকারী, পূর্ণদাতা ২:১৭৭

مُوَفِّيٌ পরিপূর্ণ দানকারী ১১:১০৯

مُتَوَفِّيٌ পূর্ণ হায়াত দানকারী, জীবনকালের পূর্ণতাদাতা ৩:৫৫

وَقَبَ [ض] <وقب অন্ধকারাচ্ছন্ন করা, তমাসাচ্ছন্ন করা ১১৩:৩

وَقَّتَ، أُقِّتَت <وقت সময় ধার্য করা, নির্ধারিত সময় দেওয়া ৭৭:১১

وَقْتٌ جل أَوْقَاتٌ ওয়াক্ত, সময়, কাল, মূহুর্ত ১৫:৩৮

مِيْقَاتٌ ج مَوَاقِيْتُ নির্ধারিত সময় বা স্থান ২:১৮৯

مَوْقُوْتٌ নির্ধারিত সময়, ধার্যকৃত সময়, ধার্যকাল, সময় মতো ৪:১০৩

أَوْقَدَ، اسْتَوْقَدَ <وقد আগুন জ্বালানো, প্রজ্বলন করা, আগুন ধরানো, আলোকিত করা ২:১৭

وَقُوْدٌ مص জ্বালানি, ইন্ধন, খড়ি, কাষ্ঠ, লাকড়ি ২:২৪

مُوْقَدَةٌ প্রজ্বলিত, জ্বলন্ত, দাহ্যমান ১০৪:৬

مَوْقُوذَةٌ <وقذ প্রহারে নিহত, আঘাতে মৃত ৫:৩

وَقَّرَ <وقر সম্মান করা, মর্যাদা দেওয়া, তাজিম করা, ইজ্জত করা, সমীহ করা, ভক্তি করা, শ্রোদ্ধা করা, বড় মনে করা, বড় মানা ৪৮:৯

وَقَارٌ মর্যাদা, সম্মান, ইজ্জত, গাম্ভীর্য, বড়ত্ব, গৌরব ৭১:১৩

وَقْرٌ جل وُقُوْرٌ বধিরতা, শ্রুতিহীনতা, শ্রবণশক্তিহীনতা ৬:২৫

وِقْرٌ جل أَوْقَارٌ ভার, ভারি বোঝা ৫১:২

وَقَعَ [ف]، وَقْعَةٌ <وقع ঘটা, হওয়া, সংঘটিত হওয়া, পতিত হওয়া, পড়ে যাওয়া, ধার্য হওয়া, অবধারিত হওয়া, স্থির হওয়া, সাব্যস্ত হওয়া ৪:১০০

أَوْقَعَ ঘটানো, সংঘটিত করা, পতিত করা, সাব্যস্ত করা ৫:৯১

وَاقِعٌ مث وَاقِعَةٌ ঘটমান, ঘটনশীল, পতনশীল, সম্ভাব্য, অবশ্যম্ভাবী, ঘটনীয়, কিয়ামত ৫২:৭

مَوَاقِعُ و مَوْقِعٌ ঘটনাস্থল, আকুস্থল, স্থল, স্থান, পতনস্থল, অস্তাচল ৫৬:৭৫

مُوَاقِعٌ ভূপাতিত, পতনোন্মুখ, পতনশীল, পড়ন্ত, পাত্যমান, পড়ো পড়ো ১৮:৫৩

وَقَفَ [ض] <وقف দাড় করানো, খাড়া করা, থামানো, দাড়ানো ৩৭:২৪

مَوْقُوفٌ দণ্ডায়মান, দাড়ানো, খাড়া করা, থামানো, স্থির ৩৪:৩১

وَقَى [ض] <وقي রক্ষা করা, আত্মরক্ষা করা, নিজেকে বাঁচানো, সামাল দেওয়া, সামলে চলা, বাঁচানো, মুক্ত করা, পরিত্রাণ দেওয়া ৩:১৬

اتَّقَى তাকওয়া অবলম্বন করা, ভয় করে চলা, আল্লাহভীতি অর্জন করা, আল্লাহভীরু হওয়া, মুত্তাকী হওয়া, পরহেজগারি অবলম্বন করা, আত্মরক্ষা করা, নিজেকে বাঁচানো, সামাল দেওয়া, সামলে চলা, অবাধ্যতা বর্জন করা, পাপ পরিহার করা, বাঁচা ২:১৮৯

وَاقٍ রক্ষাকারী, রক্ষক ৯২:১৭

تَقِيٌّ جل أَتْقِيَاءُ মুত্তাকী, আল্লাহভীরু, দ্বীনদার, ধার্মিক, ধর্মপরায়ণ ১৯:১৩

أَتْقَى সর্বাধিক আল্লাহভীরু, বড় মুত্তাকী, বড় পরহেজগার, দ্বীনদার ৯২:১৭

تُقَاةٌ، التَّقْوَى তাকওয়া, আল্লাহভীতি, আল্লাহর ভয়, দ্বীনদারি, ধার্মিকতা, পরহেজগারি ৩:২৮

الْمُتَّقِي মুত্তাকী, আল্লাহভীরু, দ্বীনদার, পরহেজগার ২:১৭৭

تَوَكَّأُ، اتَّكَأَ <وكأ হেলান দেওয়া, ঠেস দেওয়া, ভর করা, টেক লাগানো ২০:১৮

مُتَّكِئٌ সুখাসনে উপবিষ্ট, গদিনশীন ৫৪:৫৪

مُتَّكَأٌ আরামকেদারা, ইজিচেয়ার, সুখাসন ১২:৩১

تَوْكِيدٌ <وكد মজবুত করা, সুদৃঢ় করা, অবধারিত বানানো, শিরোধার্য করা ১৬:৯১

وَكَزَ [ض] <وكز থাপ্পড় মারা, ঘুষি মারা, চপেটাঘাত করা ২৮:১৫

وَكَّلَ <وكل উকিল নিয়োগ করা, দায়িত্বার্পণ করা, ন্যস্ত করা ৬:৮৯

تَوَكَّلَ তাওয়াক্কুল করা, নির্ভর করা, ভরসা করা, আস্থাশীল হওয়া ৮:২

وَكِيْلٌ جل وُكَلَاءُ উকিল, প্রতিনিধি, জিম্মাদার, কর্মবিধায়ক, কার্যনির্বাহক ৪:৮১

مُتَوَكِّلٌ তাওয়াক্কুলকারী, নির্ভরকারী, ভরসাকারী ৩:১৯৫

وَلَجَ [ض] <ولج প্রবেশ করা, অনুপ্রবেশ করা, অন্তর্নিহিত হওয়া ৭:৪০

أَوْلَجَ প্রবেশ করানো, অনুপ্রবেশ করানো, অন্তর্নিহিত করা, ঢুকিয়ে দেওয়া ২২:৬১

وَلِيْجَةٌ হৃদয়ে প্রবিষ্ট ব্যক্তি, অন্তরঙ্গ বন্ধু, হৃদয়জয়ী বন্ধু, অভিন্নহৃদয়, ঘনিষ্ঠ ৯:১৬

وَلَدَ [ض] <ولد প্রজনন করা, জন্ম দেওয়া, সন্তানধারণ করা, গর্ভধারণ করা ১৯:১৫

وَلَدٌ ج أَوْلاَدٌ সন্তান, বংশধর, বালক, বালিকা ৩:৪৭

وَلِيدٌ ج وِلْدَانٌ সন্তান, শিশু, কুমার, দাস, সেবক ২৬:১৮

وَالِدٌ পিতা, জনক ৩১:৩৩

وَالِدَةٌ ج وَالِدَاتٌ মা, মাতা, জননী, প্রসূতি ২:২৩৩

وَالِدَيْنِ পিতামাতা, মাতাপিতা, মা-বাবা ২:৮৩

مَوْلُودٌ সন্তান, নবজাতক, শিশু, বাচ্চা ৩১:৩৩

مَوْلُود لَه যার সন্তান, সন্তানের মালিক, পিতা ২:২৩৩

وَلَى [ح] <ولي আশেপাশে থাকা, নিকটে থাকা, নৈকট্যে থাকা ৯:১২৩

وَلَّى ফিরে যাওয়া, পলায়ন করা, পৃষ্ঠপ্রদর্শন করা, পিছু হটা, পশ্চাদপসরণ করা, পিছপা হওয়া, ফিরানো ২:১৪৪

تَوَلَّى ফিরা, বিমুখ হওয়া, পিছু হটা, বন্ধু বানানো, দায়িত্ব গ্রহণ করা, নেতৃত্ব দেওয়া, জনপ্রতিনিধিত্ব গ্রহণ করা, জনপ্রতিনিধী হওয়া ২:৬৪

وَالٍ، وَلِيٌّ ج أَوْلِيَاءُ রক্ষক, ওলী, প্রভু, বন্ধু, নৈকট্যপ্রাপ্ত, অভিভাবক, উত্তরাধিকারী, সাহায্যকারী ১৩:১১

مُوَلِّيٌ অভিমুখী, মুখকারী, সম্মুখিন ২:১৪৮

وَلاَيَةٌ রক্ষণাবেক্ষণ, অভিভাবকত্ব, অধিকার, কর্তৃত্ব ১৮:৪৪

أَوْلَى নিকটতম, অধিক নিকটবর্তী, শ্রেষ্ঠতর, অতিউত্তম, উত্তমতর, অকল্যাণ, অমঙ্গল ৭৫:৩৪

الْمَوْلَى جل مَوَالِيُ নৈকট্যদাতা, মাওলা, প্রভু, মুনিব, অভিভাবক, বন্ধু, নৈকট্যস্থল ৮:৪০

مَوَالِيُ و مَوْلَى ওয়ারিছগণ, চাচাত ভাই, বন্ধু বান্ধব, স্বগোত্র, স্ববংশ, বংশীয়, নিকটজন, আপনজন ৪:৩৩

وَنَى [ض] <وني অলসতা করা, শৈথিল্য করা, শিথিলতা করা ২০:৪২

وَهَبَ [ف، ض] <وهب দেওয়া, দান করা, প্রদান করা, উৎসর্গ করা, নিবেদন করা

الْوَهَّابُ ام অত্যাধিক দানকারী, দানবীর, দাতা, প্রদানকারী ৩:৮

وَهَّاجٌ ام <وهج আলোক বিকীর্ণকারী, আলোকবিচ্ছুরক, জ্যোতির্ময় ৭৮:১৩

وَهَنَ [ض]، وَهْنًا <وهن কষ্ট করা, ভেঙে পড়া, ভঙ্গুর হওয়া, দুর্বল হওয়া, নরম হওয়া, কোমল হওয়া ৩১:১৪

أَوْهَنُ দুর্বলতম, অতিভঙ্গুর, অতিকোমল ২৯:৪১

مُوْهِنٌ দুর্বলকারী, নরমকারী, অক্ষমকারী, পরাজিতকারী, অক্ষমকামী ৮:১৮

وَاهِيَةٌ <وهي দুর্বল, চূর্ণবিচূর্ণ, বিদীর্ণ, ক্ষয়প্রাপ্ত হাড়, জরাজীর্ণ, জীর্ণশীর্ণ ৬৯:১৬

وَيْكَأَنَّ <وي+ك+انّ জেনে রেখ!, হায়!, হাঃ!, হায় আফসোস!, ধিক! ২৮:৮২

وَيْلٌ <ويل ওয়ায়েল: জাহান্নামের নাম, ধ্বংস!, দুর্ভাগ্য!, ধিক! ২:৭৯

أَوْلَى অমঙ্গল, ধ্বংস!, দুর্ভাগ্য!, দুর্ভোগ, ধিক্কার, ধিক! ৭৫:৩৪

يَا وَيْلَتَى হায় আমার ধ্বংস!, হায় দুর্ভাগ্য!, হায় কপাল! ১১:৭২

দেখানো হচ্ছেঃ থেকে ৫ পর্যন্ত, সর্বমোট ৫ টি রেকর্ডের মধ্য থেকে