কুরআনের অর্থ বুঝার সহজ অভিধান واو (ওয়াও) [৭৮] ইসলামহাউজ.কম
واو (ওয়াও) - ৪

وَقَّرَ <وقر সম্মান করা, মর্যাদা দেওয়া, তাজিম করা, ইজ্জত করা, সমীহ করা, ভক্তি করা, শ্রোদ্ধা করা, বড় মনে করা, বড় মানা ৪৮:৯

وَقَارٌ মর্যাদা, সম্মান, ইজ্জত, গাম্ভীর্য, বড়ত্ব, গৌরব ৭১:১৩

وَقْرٌ جل وُقُوْرٌ বধিরতা, শ্রুতিহীনতা, শ্রবণশক্তিহীনতা ৬:২৫

وِقْرٌ جل أَوْقَارٌ ভার, ভারি বোঝা ৫১:২

وَقَعَ [ف]، وَقْعَةٌ <وقع ঘটা, হওয়া, সংঘটিত হওয়া, পতিত হওয়া, পড়ে যাওয়া, ধার্য হওয়া, অবধারিত হওয়া, স্থির হওয়া, সাব্যস্ত হওয়া ৪:১০০

أَوْقَعَ ঘটানো, সংঘটিত করা, পতিত করা, সাব্যস্ত করা ৫:৯১

وَاقِعٌ مث وَاقِعَةٌ ঘটমান, ঘটনশীল, পতনশীল, সম্ভাব্য, অবশ্যম্ভাবী, ঘটনীয়, কিয়ামত ৫২:৭

مَوَاقِعُ و مَوْقِعٌ ঘটনাস্থল, আকুস্থল, স্থল, স্থান, পতনস্থল, অস্তাচল ৫৬:৭৫

مُوَاقِعٌ ভূপাতিত, পতনোন্মুখ, পতনশীল, পড়ন্ত, পাত্যমান, পড়ো পড়ো ১৮:৫৩

وَقَفَ [ض] <وقف দাড় করানো, খাড়া করা, থামানো, দাড়ানো ৩৭:২৪

مَوْقُوفٌ দণ্ডায়মান, দাড়ানো, খাড়া করা, থামানো, স্থির ৩৪:৩১

وَقَى [ض] <وقي রক্ষা করা, আত্মরক্ষা করা, নিজেকে বাঁচানো, সামাল দেওয়া, সামলে চলা, বাঁচানো, মুক্ত করা, পরিত্রাণ দেওয়া ৩:১৬

اتَّقَى তাকওয়া অবলম্বন করা, ভয় করে চলা, আল্লাহভীতি অর্জন করা, আল্লাহভীরু হওয়া, মুত্তাকী হওয়া, পরহেজগারি অবলম্বন করা, আত্মরক্ষা করা, নিজেকে বাঁচানো, সামাল দেওয়া, সামলে চলা, অবাধ্যতা বর্জন করা, পাপ পরিহার করা, বাঁচা ২:১৮৯

وَاقٍ রক্ষাকারী, রক্ষক ৯২:১৭

تَقِيٌّ جل أَتْقِيَاءُ মুত্তাকী, আল্লাহভীরু, দ্বীনদার, ধার্মিক, ধর্মপরায়ণ ১৯:১৩

أَتْقَى সর্বাধিক আল্লাহভীরু, বড় মুত্তাকী, বড় পরহেজগার, দ্বীনদার ৯২:১৭

تُقَاةٌ، التَّقْوَى তাকওয়া, আল্লাহভীতি, আল্লাহর ভয়, দ্বীনদারি, ধার্মিকতা, পরহেজগারি ৩:২৮

الْمُتَّقِي মুত্তাকী, আল্লাহভীরু, দ্বীনদার, পরহেজগার ২:১৭৭

تَوَكَّأُ، اتَّكَأَ <وكأ হেলান দেওয়া, ঠেস দেওয়া, ভর করা, টেক লাগানো ২০:১৮

مُتَّكِئٌ সুখাসনে উপবিষ্ট, গদিনশীন ৫৪:৫৪

مُتَّكَأٌ আরামকেদারা, ইজিচেয়ার, সুখাসন ১২:৩১

تَوْكِيدٌ <وكد মজবুত করা, সুদৃঢ় করা, অবধারিত বানানো, শিরোধার্য করা ১৬:৯১

وَكَزَ [ض] <وكز থাপ্পড় মারা, ঘুষি মারা, চপেটাঘাত করা ২৮:১৫

وَكَّلَ <وكل উকিল নিয়োগ করা, দায়িত্বার্পণ করা, ন্যস্ত করা ৬:৮৯

تَوَكَّلَ তাওয়াক্কুল করা, নির্ভর করা, ভরসা করা, আস্থাশীল হওয়া ৮:২

وَكِيْلٌ جل وُكَلَاءُ উকিল, প্রতিনিধি, জিম্মাদার, কর্মবিধায়ক, কার্যনির্বাহক ৪:৮১

مُتَوَكِّلٌ তাওয়াক্কুলকারী, নির্ভরকারী, ভরসাকারী ৩:১৯৫

وَلَجَ [ض] <ولج প্রবেশ করা, অনুপ্রবেশ করা, অন্তর্নিহিত হওয়া ৭:৪০

أَوْلَجَ প্রবেশ করানো, অনুপ্রবেশ করানো, অন্তর্নিহিত করা, ঢুকিয়ে দেওয়া ২২:৬১

وَلِيْجَةٌ হৃদয়ে প্রবিষ্ট ব্যক্তি, অন্তরঙ্গ বন্ধু, হৃদয়জয়ী বন্ধু, অভিন্নহৃদয়, ঘনিষ্ঠ ৯:১৬

وَلَدَ [ض] <ولد প্রজনন করা, জন্ম দেওয়া, সন্তানধারণ করা, গর্ভধারণ করা ১৯:১৫

وَلَدٌ ج أَوْلاَدٌ সন্তান, বংশধর, বালক, বালিকা ৩:৪৭

وَلِيدٌ ج وِلْدَانٌ সন্তান, শিশু, কুমার, দাস, সেবক ২৬:১৮

وَالِدٌ পিতা, জনক ৩১:৩৩

وَالِدَةٌ ج وَالِدَاتٌ মা, মাতা, জননী, প্রসূতি ২:২৩৩

وَالِدَيْنِ পিতামাতা, মাতাপিতা, মা-বাবা ২:৮৩

مَوْلُودٌ সন্তান, নবজাতক, শিশু, বাচ্চা ৩১:৩৩

مَوْلُود لَه যার সন্তান, সন্তানের মালিক, পিতা ২:২৩৩

وَلَى [ح] <ولي আশেপাশে থাকা, নিকটে থাকা, নৈকট্যে থাকা ৯:১২৩

وَلَّى ফিরে যাওয়া, পলায়ন করা, পৃষ্ঠপ্রদর্শন করা, পিছু হটা, পশ্চাদপসরণ করা, পিছপা হওয়া, ফিরানো ২:১৪৪

تَوَلَّى ফিরা, বিমুখ হওয়া, পিছু হটা, বন্ধু বানানো, দায়িত্ব গ্রহণ করা, নেতৃত্ব দেওয়া, জনপ্রতিনিধিত্ব গ্রহণ করা, জনপ্রতিনিধী হওয়া ২:৬৪

وَالٍ، وَلِيٌّ ج أَوْلِيَاءُ রক্ষক, ওলী, প্রভু, বন্ধু, নৈকট্যপ্রাপ্ত, অভিভাবক, উত্তরাধিকারী, সাহায্যকারী ১৩:১১

مُوَلِّيٌ অভিমুখী, মুখকারী, সম্মুখিন ২:১৪৮

وَلاَيَةٌ রক্ষণাবেক্ষণ, অভিভাবকত্ব, অধিকার, কর্তৃত্ব ১৮:৪৪

أَوْلَى নিকটতম, অধিক নিকটবর্তী, শ্রেষ্ঠতর, অতিউত্তম, উত্তমতর, অকল্যাণ, অমঙ্গল ৭৫:৩৪

الْمَوْلَى جل مَوَالِيُ নৈকট্যদাতা, মাওলা, প্রভু, মুনিব, অভিভাবক, বন্ধু, নৈকট্যস্থল ৮:৪০

مَوَالِيُ و مَوْلَى ওয়ারিছগণ, চাচাত ভাই, বন্ধু বান্ধব, স্বগোত্র, স্ববংশ, বংশীয়, নিকটজন, আপনজন ৪:৩৩