أَبٌّ اج <أبب উদ্ভিদ, ঘাস, তৃণ, লতা, পশুখাদ্য ৮০:৩১
أَبَدًا <أبد সর্বদা, অনন্তকাল, প্রতিনিয়ত কখনও ২৪:৪
إِبْرَاهِيْم <أبرهم ইবরাহিম আলাইহিস সালাম ইবন আযার ২:১২৪
أَبَقَ [ن، ض] <أبق পালানো, পলায়নপর হওয়া, পলায়ন করা, চম্পট দেওয়া, ভেগে পড়া ৩৭:১৪০
إِبِلٌ اج <أبل উট, উষ্ট্র ৬:১৪৪
أَبَابِيلَ وإِبِّيْلٌ পাখির ঝাঁক, ঝাঁকেঝাঁকে পাখি ১০৫:৩
أبٌ ج أباَءٌ <أبو পিতা, বাবা ১২:৮, চাচা; দাদা, পিতামহ, পিতৃপুরুষ ২:১৩৩, أَبَوَيْنِ দ্বিবচন: পিতা-মাতা, মা-বাবা ১২:৬; آباَءٌ বহুবচন: পিতৃপুরুষ, বাপদাদা ২:১৭০
يَاأَبَتِ আব্বা!, আব্বাজান!, বাবা!, হে পিতা!, পিতাজি!, বাবাজি! ১২:৪
أَبَى [ف] <أبى মানতে অস্বীকার করা, অগ্রাহ্য করা, অসম্মতি জ্ঞাপন করা ২:৩১
اَتَى [ض] <أتى আসা, আগমন করা, ঘনিয়ে আসা, করে আসা ১৯:২৭, মূলোৎপাটন করা, উপড়ে ফেলা ১৬:২৬, সমকাম করা ৭:৮১, কর্ম করা, কাজ করা ৭:৮০, নবায়ন করা ১৪:১৯
اَتَى بِ আনা, নিয়ে আসা, সহকারে আসা ২৬:৮৯
آتَى، اِيْتَاءً দেওয়া, প্রদান করা, দান করা ১৬:৯০
آتِيٌ، آتِيَةٌ আসন্ন, আগত, আগমনকারী ১৯:৯৩
مَأتِيٌّ مف গন্তব্য, আগমনস্থল ১৯:৬১
المُؤتِيُ দাতা, প্রদানকারী, দানকারী ৪:১৬২
أَثَاثٌ و أَثَاثَةٌ <أثث আসবাবপত্র, সরঞ্জাম, উপকরণাদি, সামগ্রী ১৬:৮০
آثَرَ <أثر অগ্রাধিকার দেওয়া, প্রাধান্য দেওয়া, শ্রেষ্ঠত্ব দেওয়া, প্রভাবশালী বানানো, প্রভাবিত করা ৭৯:৩৮
اَثَرٌ ج آثاَرٌ নিদর্শন, পদাঙ্ক, চিহ্ন, পদচিহ্ন, প্রভাব, অবদান ২০:৮৪
اَثَارَة ঐতিহ্য, প্রমাণবাণী, নিদর্শনবাহী ৪৬:৪
اَثْلٌ جل آثَالٌ، أَثُوْلٌ <أثل নিষ্ফলাবৃক্ষ, ঝাউগাছ ৩৪:১৬
اِثْمٌ جل آثَامٌ <أثم অন্যায়, গুনাহ, পাপ, অপরাধ, অবাধ্যতা ৫:৩, শির্ক ৫:৬৩
اَثَامٌ পাপের কঠোর শাস্তি, দোযখের উপত্যকার নাম ২৫:৬৮
آثِمٌ، اَثِيمٌ পাপী, গুনাহগার, পাপকারী, অপরাধী, অবাধ্য ২:২৭৬
تَأثِيمٌ অশ্লীলতা, অপকথা, কুকথা, পাপকথা ৫২:২৩
اُجَاجٌ <أجج লবণাক্ত, লোনতা, কড়া লোনা, ক্ষারান্বিত ২৫:৫৩
يَأجُوجُ ইয়াজুজ সম্প্রদায়, নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফেসের বংশধর ১৮:৯৪
مَأجُوجُ মাজুজ সম্প্রদায়, নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফেসের বংশধর ১৮:৯৪
أَجَرَ [ن] <أجر মজদুরি করা, কাজ করা, শ্রম দেওয়া, চাকরি করা ২৮:২৭
اسْتَأجَرَ চাকুরিতে নেওয়া, কাজে নেওয়া, চাকর রাখা, মজদুর রাখা, শ্রমিক নিয়োগ দেওয়া ২৮:২৬
أجْرٌ ج أُجُور বিনিময়, বদলা, প্রতিদান, মজদুরি, পারিশ্রমিক, পুরস্কার ৫:৫, দেনমোহর, মোহরানা, স্ত্রীপণ, বধুপণ ৪:২৫
أجَّلَ <أجل সময় ধার্য করা, নির্ধারণ করা ৬:১২৮
أجَلٌ جل آجَالٌ নির্ধারিত সময়, মৃত্যু, ধ্বংস, শাস্তি ৬৩:১১
أجْل কারণ, হেতু, জন্য ৫:৩২
مُؤَجَّل নির্ধারিত, নির্দিষ্ট, ধার্যকৃত সময় ৩:১৪৫
أَحَدٌ جل آحَاد مث إِحْدَى <أحد এক, একটি, একক সত্ত্বা, একজন, জনৈক, কেউ, অন্যতম ৯০:৭
أخَذ [ن]، أخْذًا، أخْذَةً، آخَذَ <أخذ ধরা, নেওয়া, গ্রহণ করা, ৭:১৫৪, পাকড়াও করা, গ্রেপ্তার করা, দোষী সাব্যস্ত করা, কবলিত করা ২:২৮৬
اتَّخَذَ، اتِّخَاذ সাব্যস্ত করা, অবধারণ করা, গ্রহণ করা, বানানো ২:৫৪, মনোনীত করা ৪:১২৫
آخِذٌ ধারণকারী, গ্রহণকারী, পাকড়াওকারী ৫১:১৬
مُتَّخِذ সাব্যস্তকারী, গ্রহণকারী ১৮:৫১
أخَّرَ <أخر পিছে ফেলা, পশ্চাতে রাখা, রেখে যাওয়া, অবকাশ দেওয়া, অবসর দেওয়া, বিলম্বিত করা, মুলতবি করা, স্থগিত রাখা ৪:৭৭
تَأخَّرَ، اسْتَأخَرَ বিলম্বিত হওয়া, দেরি হওয়া, পিছিয়ে পড়া, পিছে পড়া, পিছপা হওয়া, পশ্চাতে থাকা, পশ্চাৎগামী হওয়া, পশ্চাৎবর্তী হতে চাওয়া ২:২০৩
مُسْتَأخِرٌ পশ্চাৎগামী, পশ্চাৎবর্তী, পরবর্তী ১৫:২৪
آخَرُ مث أُخْرَى ج أُخَرُ অন্য, অপর, আরোও, অপরাপর ২:১৮৪
الآخِرُ অনন্ত, অশেষ, ‘আল-আখির’ আল্লাহর গুণবাচক নাম, পরবর্তী, পশ্চাৎবর্তী, শেষ, সর্বশেষতম ৫৭:৩
الآخِرَة আখেরাত, পরকাল, পরপার, পরজগত, পরজনম ২:৪
أَخٌ ج إخْوان، إخْوَة <أخو ভাই, ভ্রাতা, সহোদর, জাতি ভাই, ভ্রাতৃত্ববন্ধন ৪:১২
أُخْتٌ ج أَخَوات বোন, ভগ্নী, সহোদরা ৫:৩১
إدٌّ جل إِدَدٌ <أدد জঘন্য, মন্দ, অশোভনীয় ১৯:৮৩
آدَم <أدم আদম আলাইহিস সালাম, আদি মানব, দেহের অভ্যন্তরীণ মানবাঙ্গ ২:৩১
أَدَّى، أدَاءٌ <أدى আদায় করা, পরিশোধ করা, প্রাপ্য দেওয়া, অর্পণ করা ২:১৭৮
إذْ، إذَا যখন, তখন, কারণ, কেননা, থাকলে, তখনি ২:৩০
إذًا হঠাৎ, সহসা, আকষ্মাৎ, তখন, তাহলে, তবে ২০:২০
أذِنَ [س]، إذْنٌ <أذن অনুমতি দেওয়া, নির্দেশ দেওয়া; শোনা, শ্রবণ করা, কর্ণপাত করা ৮৪:২
آذَنَ، أذَّنَ، تَأَذَّنَ، أذَانٌ ডাকা, আহ্বান করা, ঘোষণা করা, এলান করা, আযান দেওয়া ১৪:৭
اسْتَأذَنَ অনুমতি চাওয়া ৯:৮৩
إذْنٌ ইচ্ছা, বিধিবিধান, অনুমতি ৪২:৫১
أُذُنٌ ج آذانٌ কান, কর্ণ, শ্রুতি, শ্রবণেন্দ্রীয়, শ্রোতা, উৎকর্ণ, কানখাড়া, শ্রবণোন্মুখ, কাননির্ভর, কানসর্বস্ব, শ্রুতিমুগ্ধ, কর্ণবৎ, কানের মত ৯:৬১
مُؤَذِّنٌ ঘোষক, ঘোষণাকারী ৭:৪৪
آذَى <أذى কষ্ট দেওয়া, উত্ত্যক্ত করা, বিরক্ত করা, শাস্তি দেওয়া ১৪:১২
أَذًى কষ্ট, তকলিফ, নাপাকবস্তু, বিরক্তিকর ২:২২২, উকুন ২:১৯৬, প্রচণ্ডতা ৪:১০২
إِرْبَةٌ جل أُرَبٌ <أرب যৌন চাহিদা, সেক্স, উত্তেজনা, কামভাব ২৪:৩১
مَآرِبُ و مَأْربَةٌ চাহিদা, প্রয়োজন ২০:১৮
أَرْضٌ ج آرَاضٌ، أُرُوْضٌ <أرض মাটি, জমিন, দেশ, পৃথিবী, ভূমণ্ডল, ভূপৃষ্ঠ, ভূগর্ভ ২:১১
أَرَائِكُ و أَرِيْكَةٌ <أرك সিংহাসন, মসনদ, রাজাসন ১৮:৩১
إِرَمَ <أرم ইরাম: আদ জাতির পিতা, ইরাম ইবন সাম ইবন নূহ আলাইহিস সালামের বংশধর ৮৯:৭
آزَرَ <أزر শক্তি যোগান, শক্ত করা, মজবুত করা, দৃঢ় করা ৪৮:২৯, আজার : ইবরাহিম আলাইহিস সালামের পিতা ৬:৭৪
أَزْرٌ [ض] দৃঢ় করা; শক্তি, বল, কোমর ২০:৩১
أَزَّ [ن]، أَزًّا <أزز উস্কানি দেওয়া, প্ররোচিত করা ১৯:৮৩
أَزِفَ <أزف ঘনিয়ে আসা, ঘনানো, নিকটবর্তী হওয়া ৫৩:৫৭
الآزِفَةُ ঘণঘটা, কিয়ামত, আকস্মিনী, তরস্বিনী, আশুগামিনী ৫৩:৫৭
أَسَرَ [ض] <أسر আটক করা, বন্দি করা, গ্রেফতার করা ৩৩:২৬
أَسْرٌ مص আকৃতি, কাঠামো, গঠন ৭৬:২৮
أَسِيرٌ ج أُسَارَى، الأَسْرَى বন্দি, আটক, ধৃত, কয়েদি ২:৮৫
إسْرائِيل আল্লাহর বান্দা, ইয়াকুব আলা. এর উপাধি ২:৪০
بَنِي إِسْرَائِيلَ ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ইহুদি-খ্রিষ্টান ২:৪০
أَسَّسَ <أسس ভিত্তি প্রস্তর স্থাপন করা, বুনিয়াদ রাখা, ফাউন্ডেশন করা ৯:১০৮
آسَفَ <أسف মর্মজ্বালা বাড়ান, মনস্তাপ বৃদ্ধি করা, ক্ষুব্ধ করা, মর্মাহত করা ৪৩:৫৫
أَسَفًا، أَسِفًا মর্মাহত হওয়া, অনুতাপে, দুঃখে, সখেদে, আফসোসে ১৮:৬
أَسَفَى হায় আফসোস, হায় হায়!, আ-হাহা! ১২:৮৪
يُوسف ইউসুফ ইবন ইয়াকুব বিন ইসহাক ইবন ইবরাহিম আলাইহিস সালাম ১২:৮৪
إسْماعِيل ইসমাঈল ইবন ইবরাহিম আলাইহিস সালাম ২:১২৫
آسِنٌ <أسن পচাপানি, পানেটপানি ৪৭:১৫
غير آسِن স্বচ্ছপানি, নির্মলজল, নির্মলপানি, পচনমুক্ত, পচনহীন ৪৭:১৫
أُسْوَةٌ جل أُسًى، إِسًى <أسو আদর্শ, অনুসৃতি, মডেল; সহমর্মিতা, সান্ত¦না, প্রবোধ ৩৩:২১
آسَى، أَسِيَ [س] <أسى আক্ষেপ করা, সমবেদনা জানানো, আফসোস করা, পরিতাপ করা, ব্যথিত হওয়া, ম্রিয়মান হওয়া, নিরাশ হওয়া, হতাশ হওয়া, আশাহত হওয়া ৭:৯৩
أَشِرٌ جل أَشِرُوْنَ <أشر দাম্ভিক, স্পর্ধী, গর্বিত, অহঙ্কারী ৫৪:২৫
إِصْرٌ جل آصَارٌ <أصر ভার, বোঝা, ওয়াদা, প্রতিশ্রুতি ৩:৮১
أَصْلٌ ج أُصُولٌ <أصل মূল, গোড়া, শিকড়, উৎস ১৪:২৪
أَصِيْلٌ ج الآصَالُ সন্ধা, সায়াহ্ন, রাতের সূচনাকাল, দিনান্ত, অস্তকাল, গোধুলি ২৫:৫
أُفٍّ <أفف ছি-ছি!, উফ!, ধিক! ১৭:২৩
أُفُقٌ ج آفَاقٌ <أفق দিগন্ত, দিকচক্রবাল, দিকরেখা, আকাশপ্রান্ত ৫৩:৭
أَفَكَ [ض]، إفْكًا <أفك মুখ ফিরানো, বিমুখ করা, বিতৃষ্ণ করা, বিমুখ হওয়া, বিতৃষ্ণ হওয়া, হীনবল হওয়া, নিন্দিত হওয়া, অপবাদগ্রস্ত হওয়া ৫১:৯, মিথ্যা রটানো, অপবাদ দেওয়া ২৪:১১
أَفَّاكٌ মিথ্যাবাদী, মিথ্যুক, নিন্দুক ২৬:২২২
الْمُؤْتَفِكَةَ উল্টোমুখী, বিধ্বস্ত, পয়মাল ৫৩:৫৩
أَفَلَ [ض] <أفل সূর্য ডোবা, অস্ত যাওয়া, অস্তমিত হওয়া ৬:৭৭
الأَفِلِينَ অস্তগামী, অস্তায়মান, অস্তোন্মুখ, লুপ্তমান ৬:৬৭
أَفَ তবে কি? তারপরেও কি? ২:৪৪
أَكَلَ [ن]، أَكْلاً <أكل খাওয়া, আহার করা, ভক্ষণ করা, সেবন করা ২:১৭৪
آكِلٌ ভক্ষক, ভোজনকারী, ভোক্তা, ভোগকারী, আহারকারী ৩৭:৬৬
أَكَّالٌ খাদক, পেটুক ৫:৪২
مَأْكُولٌ ভক্ষিত, ভোজ্য, খাদ্য ১০৫:৫
أُكُلٌ ফল, খাদ্য, অন্ন ১৩:৪
أَلاَ জেনে রেখো, শুনে রাখ, শোন, সাবধান, খবরদার ২:১২
أَلَتَ [ض] <ألت কমানো, হ্রাস করা, কম দেওয়া ৫২:২১
الر অনবহিত অর্থ ১০:১
أَلَّفَ <ألف মিলন ঘটানো, যোজনা করা, গাঁথা, জুড়ে দেওয়া, ভালোবাসা সৃষ্টি করা, আকর্ষণ সৃষ্টি করা ৮:৬৩
الْمُؤَلَّفَةِ মিলনঘটিত, সংযোজিত ৯:৬০
إِيلاَفِ আকর্ষণ, আসক্তি, নিরাপদাবস্থা, নিরাপত্তা ১০৬:১
أَلْفٌ হাজার, সহস্র ২:৯৬
أَلْفَيْنِ দুই হাজার ৮:৬৬
ج أُلُوفٌ، آلاف হাজার হাজার, অসংখ্য ২:২৪৩
إلًّا <ألل আত্মীয়তা, বন্ধুত্ব, সম্পর্ক ৯:৮
إلَّا তবে, কিন্তু, উপরন্তু, ব্যতীত, ছাড়া, নতুবা, অন্যথায়, একমাত্র, কেবলমাত্র, শুধু ২:৯
الذِى، الذان، الذَين، الذِين، التِى، الَّاتِى، الَّائِى যে, যে ব্যক্তি, যারা, যা, যেগুলো ২:১৭
أَلِمَ [س] <ألم কষ্ট করা, কষ্ট ভোগ করা, কষ্ট সহ্য করা, ভোগান্তি পোহানো ৪:১০৪
أَلِيمٌ কষ্টকর, কষ্টদায়ক, বেদনাদায়ক, সকরুণ, মর্মান্তিক, হৃদয়স্পর্শী, বিষাদময় ২:১০
الم অনবহিত অর্থ ২:১
المر অনবহিত অর্থ ১৩:১
المص অনবহিত অর্থ ৭:১
إلهٌ ج آلِهَةٌ <أله মা‘বুদ, উপাস্য, আরাধ্য, উপাসনাযোগ্য, এবাদতের উপযুক্ত ৬:১৯
الله ‘আল্লাহ’ অপরিহার্য সত্তার প্রকৃত নাম, কোনো ভাষায় এর প্রতিশব্দ নেই। ১:১
اللهم হে আল্লাহ! ৩:৩৬
أَلَا، يَألُو [ن] <ألو ত্রুটি করা, কম করা ৩:১১৮
آلَى، يُوْلِىْ স্ত্রী ত্যাগের কসম করা, সহবাস না করার শপথ করা ২:২২৬
ائْتَلَى কসম করা, শপথ করা, হলফ করা, ত্যাগের শপথ করা, কসম খাওয়া ২৪:২২
آلاءٌ و إِلَى، أَلَى، إِلْيٌ <ألي অনুগ্রহ, দান, করুণা, সম্পদ, নেয়ামত ৫৫:১৩
إلَى পর্যন্ত, অবধি, সহ ২:১৪
إلْيَاس ইলিয়াস আলাইহিস সালাম ৬:৮৫
إلْيَاسِين ইলিয়াস আলাইহিস সালামের উম্মতগণ/ ইলিয়াস আলাইহিস সালাম ৩৭:১৩০
أَمْ অথবা, অন্যথায়, নতুবা, না-কি, তবে কি ২:৬
أمْتٌ جل إِمَاتٌ، أَمُوْتٌ <أمت টিলা, অসমতা, বন্ধুর ২০:১০৭
أمَدٌ جل آمَادٌ <أمد সময়, নির্ধারিত সময়, সুদীর্ঘকাল, ব্যবধান ৩:৩০
أَمَرَ [ن] <أمر আদেশ করা, হুকুম করা, নির্দেশ দেওয়া, অনুপ্রাণিত করা ২:২৭
ائْتَمَرَ পরামর্শ করা, অনুপ্রেরণা দেওয়া, মন্ত্রণা দেওয়া, আদেশ পালন করা ২৮:২০
الآمِرُ নির্দেশক, আদেশকারী, আদেশদাতা, অনুপ্রেরণাদাতা, উৎসাহদাতা ৯:১১২
أمَّارَةٌ কুচক্রিণী, প্ররোচনাদাত্রী ১২:৫৩
إمْرًا অপছন্দনীয়, বিষ্ময়কর, উস্কানিমূলক, প্ররোচনামূলক ১৮:৭৯
أمْرٌ ج الأمُور বিষয়, নির্দেশ, হুকুম, কাজ, ধর্মবিষয় ৯:৪৮; কথা, উক্তি ১৮:২১; শাস্তি, দণ্ড ১৪:২২; কিয়ামত, ফয়সালা ১৬:১
أمْسِ جل آمَاسٌ أُمُوْسٌ <أمس গতকাল, বিগতকাল, বিগতদিন, অতীতে ১০:২৪
أمَلٌ جل آمَالٌ <أمل আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, প্রত্যাশা ১৫:৩
آمِّيْنَ <أمم গমনেচ্ছুক, আকাঙ্ক্ষী ৫:২
أُمٌّ ج أُمَّهَات মা, মাতা, আম্মা, জননী, জন্মদাত্রী ২৮:৭; নবীজি (সা.) এর স্ত্রীগণ, উম্মাহাতুল মুমিনীন ৩৩:৬; মূল, গোড়া, আসল, উৎস ৩:৭; ঠিকানা, আশ্রয় ১০১:৯; রাজধানী, প্রধান নগর ২৮:৫৯
أُمَّةٌ ج أُمَمٌ উম্মত, জাতি, সম্প্রদায়, গোষ্ঠী, বংশ, দল, জামাত ২:১৩৪; জাতিধর্ম, জাতধর্ম ২১:৯২; ধর্মাবলম্বী ৪৩:৩৩; বৎসর, বছর, কাল ১১:৮; নেতা, অনুসৃত ব্যক্তি ১৬:১২০
إمَامٌ ج أئِمَّةٌ ইমাম, নেতা, সর্দার, পথপ্রদর্শক ২:১২৪; রাজপথ, মহাসড়ক ১৫:৭৯; আমলনামা ১৭:৭১; লাওহে মাহফুজ ৩৬:১২
أُمِّيٌّ ج أُمِّيُّون নিরক্ষর, উম্মি, আরব জাতি, আরব দেশ ৬২:২
أمَامَ সামনে, সমুখে, সম্মুখে ৭৫:৫
اِمَّا، أَمَّا অথবা, হয়, হয়তো, হয়তবা, নতুবা, তা না হলে, তবে, যখন ১৮:৭৯, ৮৬
أمِنَ [س] <أمن বিশ্বাস করা, নিরাপদ থাকা, নিশ্চিত হওয়া ৭:৯৭; আমানাত রাখা, গচ্ছিত রাখা, সংরক্ষনে দেওয়া ৩:৭৫
آمَنَ، إيمَانًا ঈমান আনা, স্বীকার করা, বিশ্বাস স্থাপন করা ১:১১; নিরাপত্তা দেওয়া, অভয় দেওয়া ১০৬:৪
ائْتَمَنَ আমানত রাখা, রক্ষিত থাকা, গচ্ছিত থাকা ২:২৮৩
آمِنٌ ج آمِنُون مث آمِنَةٌ নিরাপদ, নিঃশঙ্ক, অভয়, নিরাপত্তাময় ১৬:১১২
أمَانَةٌ ج أمانات আমানত, গচ্ছিত সম্পদ, রক্ষিত মালামাল ৩৩:৭২
الأمْنُ، أمَنَةٌ নিরাপত্তা, অভয়, শান্তি, স্বস্তি ৪:৮৩
أَمِينٌ বিশ্বস্ত, আমানতদার ৭:৬৮; ভরসাস্থল, নিরাপদ ৪৪:৫১
مَأْمَنَةٌ আশ্রয়কেন্দ্র, ভরসাস্থল, নিরাপদস্থান, সুরক্ষাশ্রয়, অভয়শালা, নিরাপদভূমি ৯:৬
مَأْمُونٌ নিঃশঙ্ক বস্তু, নিরাপদ, সংরক্ষিত ৭০:২৮
غيرُ مأمون আশঙ্কাজনক, অনিরাপদ, অরক্ষিত, আশঙ্কাজনক, বিভীষিকাপূর্ণ, ভয়ংকর ৭০:২৮
المُؤْمِنُ মুমিন, নিরাপত্তা প্রদানকারী ৫৯:২৩
أَمَةٌ ج إمَاءٌ <أمو দাসী, বাঁদি, বান্দি, ক্রীতদাসী ২:২২১
إنْ যদি ২:২৩
أنْ যে ২:২৬
أِنَّ নিশ্চয়, অবশ্যই, নিঃসন্দেহে ২:৬;২৬
اَنْتَ ( পুং. এক বচন ) তুই, তুমি, আপনি ২:৩২
اَنْتُمَا তোমরা দুজন, আপনারা দুজন ২৮:৩৫
اَنْتُمْ ( পুং. বহু বচন ) তোরা, তোমরা, আপনারা ২:২২
اَنْتِ ( স্ত্রী. এক বচন ) তুই, তুমি, আপনি
اَنْتُنَّ ( স্ত্রী. বহু বচন ) তোরা, তোমরা, আপনারা
أُنْثَى ج إنَاثٌ <أنث কন্যা, নারী, মহিলা, স্ত্রীলোক, স্ত্রীজাতি, মাদি ৩:৩৬; প্রতিমা, মূর্তি, দেবী ৪:১১৭
إنْجِيلٌ جل أَنَاجِيْلُ <أنجل ইঞ্জিল, বাইবেল, ঈসা আলাইহিস সালামের পর অবতীর্ণ আসমানি কিতাব ৩:৩
آنَسَ <أنس দেখা, দেখতে পাওয়া, অবগতি লাভ করা, খবর পাওয়া, আঁচ করতে পারা, আকর্ষণ করা, সন্ধান পাওয়া ২০:১০
اسْتَأنَسَ অবগতি কামনা করা, খবর দেওয়া, জ্ঞানগোচর করা, আকৃষ্ট করতে চাওয়া, জানান দেওয়া, খবর নেওয়া, অনুমতি নেওয়া ২৪:২৭
مُسْتَأنِسٌ খবরাখবর গ্রহণকারী, চিত্তাকর্ষক, উৎকর্ণ, শ্রুতিমুগ্ধ হয়ে উপবিষ্ট, মুগ্ধচিত্তে উপবিষ্ট ৩৩:৫৩
إنْسٌ، إنْسانٌ ج أُناسٌ، أَناسِيٌّ মানুষ, ইনসান, মনুষ্য, মানব, মানবজাতি, আকর্ষণকারী ২:৬০
إنْسِيًّا মানবসুলভ, মানবিক, মানুষী, মানবীয়, আকর্ষণীয় ১৯:২৬
أنْفٌ جل آنَافٌ، أُنُوْفٌ <أنف নাক, নাসা, নাসিকা ৫:৪৫
آنِفًا এই মাত্র, এখনই, সবেমাত্র, নাকের ডগায় ৪৭:১৬
أنَامٌ اج <أنم সৃষ্টি, সৃষ্টিকুল, মাখলুক, সৃষ্টিজীব ৫৫:১০
أَنَّى <أني কীভাবে, কোত্থেকে, কিরূপে, কেমন করে, যেভাবে ২:২২৩; কোথায়, কখন
أَنَى [ض] সময় হওয়া, সময় আসা ৫৭:১৬
ألَمْ يَأنِ সময় কি আসেনি? সময় কি হয়নি? ৫৭:১৬
آنٍ، آنِيَةٌ উথলীয়মান গরম পানি, ফুটন্ত পানি, উত্তপ্ত পানি, টগবগে পানি, উচ্ছ্বসিত পানি ৫৫:৪৪
آنِيَةٌ و إِنَاءٌ পাত্র, বরতন, বাসন, তশতরি ৮৮:৫
آنَاءٌ و إِنَى সময়, বেলা, প্রহর ৩:১৩৩
إنَاهُ তার রান্না করা, তার পাকানো ৩৩:৫৩
أوْ অথবা, নতুবা, কিংবা, বা ২:১৯
أَوَّبَ <أوب প্রত্যাবর্তন করা, বারবার তাসবিহ পড়া, গুণকীর্তন করতে থাকা ৩৪:১০
إيَابٌ প্রত্যাবর্তন, ফিরে আসা ৮৮:২৫
أَوَّابٌ ج الأوابين ইবাদাতপ্রবণ, উপাসনানুরাগী, তাওবাকারী, প্রায়শ্চিত্তকারী, প্রত্যাবর্তনকারী ৩৮:১৯
مَآبٌ প্রত্যাবর্তনস্থল, গন্তব্যস্থান, আশ্রয়স্থল ৩:১৪
أيُّوب আইয়ুব আলাইহিস সালাম ৩৮:৪১
آدَ، يَؤُوْدُ <أود ক্লান্ত বানান, ক্লান্ত করা, অবসন্ন করা ২:২৫৫
تَأويل <أول ব্যাখ্যা, বিবরণ, বাস্তবায়ন ১২:১০০; পরিণাম, পরিণতি ৪:৫৯
آلٌ পরিবার, পরিজন, গোষ্ঠী, বংশ, সম্প্রদায়, উম্মত, দল, জাতি ২:৪৯
الأوَّلُ অনাদি, প্রথম, আউয়াল ৫৭:৩
الأوَّلون مث الأُوْلَى ج ইহকাল, পৃথিবী, প্রথম, প্রাচীন, পূর্ববর্তী, প্রথমা, পূর্ব ২৮:৭০
أُولُوْا، أُولات অধিকারী, মালিক, ওয়ালা, অভিভাবক ৬৫:৪
أُولاء، هؤُلاء এরা, এই সকল, এসব, এগুলো, এইতো এরা ৩:১১৯
أُولئِكَ তারা, ঐ সকল, ওসব, ওগুলো, যেগুলো ২:৫
أَوَّاهٌ <أوه মানবদরদি, বিশ্বপ্রেমী, কোমলহৃদয় ৯:১১৪
أوَى [ض] <أوي ঘর বাঁধা, আশ্রয় নেওয়া, আবাস বানানো, নিবাসী হওয়া ১৮:১০
آوَى আশ্রয় দেওয়া, আবাস দেওয়া, থাকতে দেওয়া ১২:১৯
المَأْوَى আশ্রয়স্থল, ঠিকানা, নিবাস, বাসস্থান ৩২:১৯
أَهْلٌ ج أهلون <أهل পরিবার, পরিজন, সন্তান-সন্ততি, সম্প্রদায়, জাতি, গোষ্ঠী, বংশ ৫:১৯; বাসিন্দা, অধিবাসী ৭:৯; অধিকারী, মালিক, প্রাপক, ওয়ালা, যোগ্য, উপযুক্ত ৪:৫৮; অভিভাবক ৪:২৫
إِيْ হাঁ, অবশ্যই, কসম, শপথ ১০:৫৩
آيَةٌ ج آيَات <أيء আয়াত, কুরআনের অংশ বিশেষ, চিহ্ন, নিদর্শন, উপদেশ ২:২৪৮
أَيُّوب <أيب আইয়ুব আলাইহিস সালাম ৩৮:৪১
أَيَّدَ <أيد শক্তি যোগানো, শক্তিশালী করা, মদদ দেওয়া, সাহায্য করা ৮:৬২
أَيْدٌ শক্তি, বল, সাহায্য ৫১:৪৭
ذَا الأَيْدِ শক্তিমান, বলিষ্ঠ, শক্তিশালী, শক্তিধর, বলবিক্রম ৩৮:১৭
الأيْكَة <أيك আইকা: বন, জঙ্গল, কান্তার, গহীনবন, আইকা বন ৩৮:১৩
أصْحاب الأيكة আইকার অধিবাসী, বনবাসী, বনের অধিবাসী ৩৮:১৩
أيَامَى و أَيِّمٌ <أيم অবিবাহিত, বিয়েশুন্য, বিবাহযোগ্য, বিবাহমুক্ত, বিবাহহীন, যার বিবাহ বর্তমান নেই, বিবাহার্হ ব্যক্তি ২৪:৩২
الآنَ <أين এখন, মাত্র, কেবল ২:৭১
أَيَّانَ কখন, কবে, কোন সময় ৭:১৮৭
أَيْنَ কোথায়, কোনখানে, কই ৬:২২
أَيْنَمَا যেখানেই, যেখানে-সেখানে, যথাতথা, যত্রতত্র ২:১১৫
أَيٌّ কেউ, কোন, কোনটি, কী, কেন ৬:১৯
أَيًّا، أَيَّمَا যে কোন, কোনটি, যে কোন একটি ১৭:১১০
أَيُّهَ، أَيَّهَا، أَيَّتُهَا হে, জনাব, এই ২৪:৩১
إيَّا ই, যেমন إيَّاكَ তোমাকেই ১:৫
كَأَيٍّ، كَأَيِّنْ কত, অনেক, বহু, ঢের ঢের, প্রচুর, কতিপয়, কয়েক ৬৫:৮