কুরআনের অর্থ বুঝার সহজ অভিধান الف (আলিফ) [৭৮] ইসলামহাউজ.কম
الف (আলিফ) - ৩

آلَى، يُوْلِىْ স্ত্রী ত্যাগের কসম করা, সহবাস না করার শপথ করা ২:২২৬

ائْتَلَى কসম করা, শপথ করা, হলফ করা, ত্যাগের শপথ করা, কসম খাওয়া ২৪:২২

آلاءٌ و إِلَى، أَلَى، إِلْيٌ <ألي অনুগ্রহ, দান, করুণা, সম্পদ, নেয়ামত ৫৫:১৩

إلَى পর্যন্ত, অবধি, সহ ২:১৪

إلْيَاس ইলিয়াস আলাইহিস সালাম ৬:৮৫

إلْيَاسِين ইলিয়াস আলাইহিস সালামের উম্মতগণ/ ইলিয়াস আলাইহিস সালাম ৩৭:১৩০

أَمْ অথবা, অন্যথায়, নতুবা, না-কি, তবে কি ২:৬

أمْتٌ جل إِمَاتٌ، أَمُوْتٌ <أمت টিলা, অসমতা, বন্ধুর ২০:১০৭

أمَدٌ جل آمَادٌ <أمد সময়, নির্ধারিত সময়, সুদীর্ঘকাল, ব্যবধান ৩:৩০

أَمَرَ [ن] <أمر আদেশ করা, হুকুম করা, নির্দেশ দেওয়া, অনুপ্রাণিত করা ২:২৭

ائْتَمَرَ পরামর্শ করা, অনুপ্রেরণা দেওয়া, মন্ত্রণা দেওয়া, আদেশ পালন করা ২৮:২০

الآمِرُ নির্দেশক, আদেশকারী, আদেশদাতা, অনুপ্রেরণাদাতা, উৎসাহদাতা ৯:১১২

أمَّارَةٌ কুচক্রিণী, প্ররোচনাদাত্রী ১২:৫৩

إمْرًا অপছন্দনীয়, বিষ্ময়কর, উস্কানিমূলক, প্ররোচনামূলক ১৮:৭৯

أمْرٌ ج الأمُور বিষয়, নির্দেশ, হুকুম, কাজ, ধর্মবিষয় ৯:৪৮; কথা, উক্তি ১৮:২১; শাস্তি, দণ্ড ১৪:২২; কিয়ামত, ফয়সালা ১৬:১

أمْسِ جل آمَاسٌ أُمُوْسٌ <أمس গতকাল, বিগতকাল, বিগতদিন, অতীতে ১০:২৪

أمَلٌ جل آمَالٌ <أمل আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, প্রত্যাশা ১৫:৩

آمِّيْنَ <أمم গমনেচ্ছুক, আকাঙ্ক্ষী ৫:২

أُمٌّ ج أُمَّهَات মা, মাতা, আম্মা, জননী, জন্মদাত্রী ২৮:৭; নবীজি (সা.) এর স্ত্রীগণ, উম্মাহাতুল মুমিনীন ৩৩:৬; মূল, গোড়া, আসল, উৎস ৩:৭; ঠিকানা, আশ্রয় ১০১:৯; রাজধানী, প্রধান নগর ২৮:৫৯

أُمَّةٌ ج أُمَمٌ উম্মত, জাতি, সম্প্রদায়, গোষ্ঠী, বংশ, দল, জামাত ২:১৩৪; জাতিধর্ম, জাতধর্ম ২১:৯২; ধর্মাবলম্বী ৪৩:৩৩; বৎসর, বছর, কাল ১১:৮; নেতা, অনুসৃত ব্যক্তি ১৬:১২০

إمَامٌ ج أئِمَّةٌ ইমাম, নেতা, সর্দার, পথপ্রদর্শক ২:১২৪; রাজপথ, মহাসড়ক ১৫:৭৯; আমলনামা ১৭:৭১; লাওহে মাহফুজ ৩৬:১২

أُمِّيٌّ ج أُمِّيُّون নিরক্ষর, উম্মি, আরব জাতি, আরব দেশ ৬২:২

أمَامَ সামনে, সমুখে, সম্মুখে ৭৫:৫

اِمَّا، أَمَّا অথবা, হয়, হয়তো, হয়তবা, নতুবা, তা না হলে, তবে, যখন ১৮:৭৯, ৮৬

أمِنَ [س] <أمن বিশ্বাস করা, নিরাপদ থাকা, নিশ্চিত হওয়া ৭:৯৭; আমানাত রাখা, গচ্ছিত রাখা, সংরক্ষনে দেওয়া ৩:৭৫

آمَنَ، إيمَانًا ঈমান আনা, স্বীকার করা, বিশ্বাস স্থাপন করা ১:১১; নিরাপত্তা দেওয়া, অভয় দেওয়া ১০৬:৪

ائْتَمَنَ আমানত রাখা, রক্ষিত থাকা, গচ্ছিত থাকা ২:২৮৩

آمِنٌ ج آمِنُون مث آمِنَةٌ নিরাপদ, নিঃশঙ্ক, অভয়, নিরাপত্তাময় ১৬:১১২

أمَانَةٌ ج أمانات আমানত, গচ্ছিত সম্পদ, রক্ষিত মালামাল ৩৩:৭২

الأمْنُ، أمَنَةٌ নিরাপত্তা, অভয়, শান্তি, স্বস্তি ৪:৮৩

أَمِينٌ বিশ্বস্ত, আমানতদার ৭:৬৮; ভরসাস্থল, নিরাপদ ৪৪:৫১

مَأْمَنَةٌ আশ্রয়কেন্দ্র, ভরসাস্থল, নিরাপদস্থান, সুরক্ষাশ্রয়, অভয়শালা, নিরাপদভূমি ৯:৬

مَأْمُونٌ নিঃশঙ্ক বস্তু, নিরাপদ, সংরক্ষিত ৭০:২৮

غيرُ مأمون আশঙ্কাজনক, অনিরাপদ, অরক্ষিত, আশঙ্কাজনক, বিভীষিকাপূর্ণ, ভয়ংকর ৭০:২৮

المُؤْمِنُ মুমিন, নিরাপত্তা প্রদানকারী ৫৯:২৩

أَمَةٌ ج إمَاءٌ <أمو দাসী, বাঁদি, বান্দি, ক্রীতদাসী ২:২২১

إنْ যদি ২:২৩

أنْ যে ২:২৬

أِنَّ নিশ্চয়, অবশ্যই, নিঃসন্দেহে ২:৬;২৬

اَنْتَ ( পুং. এক বচন ) তুই, তুমি, আপনি ২:৩২

اَنْتُمَا তোমরা দুজন, আপনারা দুজন ২৮:৩৫

اَنْتُمْ ( পুং. বহু বচন ) তোরা, তোমরা, আপনারা ২:২২

اَنْتِ ( স্ত্রী. এক বচন ) তুই, তুমি, আপনি

اَنْتُنَّ ( স্ত্রী. বহু বচন ) তোরা, তোমরা, আপনারা

أُنْثَى ج إنَاثٌ <أنث কন্যা, নারী, মহিলা, স্ত্রীলোক, স্ত্রীজাতি, মাদি ৩:৩৬; প্রতিমা, মূর্তি, দেবী ৪:১১৭

إنْجِيلٌ جل أَنَاجِيْلُ <أنجل ইঞ্জিল, বাইবেল, ঈসা আলাইহিস সালামের পর অবতীর্ণ আসমানি কিতাব ৩:৩

آنَسَ <أنس দেখা, দেখতে পাওয়া, অবগতি লাভ করা, খবর পাওয়া, আঁচ করতে পারা, আকর্ষণ করা, সন্ধান পাওয়া ২০:১০

اسْتَأنَسَ অবগতি কামনা করা, খবর দেওয়া, জ্ঞানগোচর করা, আকৃষ্ট করতে চাওয়া, জানান দেওয়া, খবর নেওয়া, অনুমতি নেওয়া ২৪:২৭

مُسْتَأنِسٌ খবরাখবর গ্রহণকারী, চিত্তাকর্ষক, উৎকর্ণ, শ্রুতিমুগ্ধ হয়ে উপবিষ্ট, মুগ্ধচিত্তে উপবিষ্ট ৩৩:৫৩

إنْسٌ، إنْسانٌ ج أُناسٌ، أَناسِيٌّ মানুষ, ইনসান, মনুষ্য, মানব, মানবজাতি, আকর্ষণকারী ২:৬০

إنْسِيًّا মানবসুলভ, মানবিক, মানুষী, মানবীয়, আকর্ষণীয় ১৯:২৬