নবী-রাসূলগণের দা‘ওয়াতী মূলনীতি
৬। আল্লাহর দিকে দা‘ওয়াতদাতার বিধান (أحكام الدعاة إلى الله) মুহাম্মাদ ইবনে ইবরাহীম আত-তুওয়াইজিরী ১ টি
ঢ. দাঈকে অমান্য করলে দাঈ যা বলবে (ما يقوله الداعي إذا لم يُتَّبع):
আল্লাহ তা‘আলা বলেন:
(فَإِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ (129)) [التوبة: 129]
‘অতঃপর যদি তারা বিমুখ হয়, তবে বল, আমার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি ব্যতীত কোন (সত্য) ইলাহ নেই। আমি তাঁরই উপর তাওয়াক্কুল করেছি। আর তিনিই মহান আরশের রব’ (সূরা আত-তাওবা: ১২৯)।