الفتح على الإمام ইমামের প্রতি উন্মোচন বা লুকুমাহ দান
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইমামের কিরা’আত পাঠে জটিলতা সৃষ্টি হলে তা উন্মোচন করে দেয়া সুন্নাহ্ সম্মত করেছেন।
صلی صلاة، فقرأ فيها، فلبس عليه فلما انصرف قال لأبي: أصلیت معنا؟ قال : نعم، قال : فما منعك (أن تفتح علي)
তিনি তার কোন এক ছালাতের কিরা’আতকালে তাতে এলোমেলো হয়ে যায়। ছালাত শেষে উবাই নামক ছাহাবীকে বললেনঃ তুমি কি আমাদের সাথে ছালাত পড়েছ? তিনি বললেনঃ হ্যাঁ। তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ তবে আমাকে জটিলতামুক্ত করতে কোন জিনিস তোমাকে বাধা দান করেছে।[1]
[1] আবু দাউদ, ইবনু হিব্বান, ত্বাবারানী, ইবনু আসাকির (২/২৯৬/২) আযযিয়া ‘আলমুখতারাহ’ গ্রন্থে বিশুদ্ধ সনদে।