নবী (সা.) এর ছলাত সম্পাদনের পদ্ধতি সালাত বিষয়ে বিস্তারিত মুহাম্মাদ নাছিরুদ্দিন আলবানী (রহ.) ১ টি
القراءة فى سنة المغرب মাগরিবের সুন্নত ছালাতে কিরা’আত

তিনি মাগরিবের ফরয পরবর্তী সুন্নত ছালাতে ‘কুল ইয়া আইয়ুহাল কা-ফিরুন’ (১০৯ : ৬) ও ‘কুল হুওয়াল্লাহু আহাদ' (১১২ : ৪) পাঠ করতেন।[1]

[1] আহমদ, মাকদিসী, নাসাঈ, ইবনু নছর ও ত্বাবারানী।