নবী (সা.) এর ছলাত সম্পাদনের পদ্ধতি সালাত বিষয়ে বিস্তারিত মুহাম্মাদ নাছিরুদ্দিন আলবানী (রহ.)
القراءة فى سنة المغرب মাগরিবের সুন্নত ছালাতে কিরা’আত

তিনি মাগরিবের ফরয পরবর্তী সুন্নত ছালাতে ‘কুল ইয়া আইয়ুহাল কা-ফিরুন’ (১০৯ : ৬) ও ‘কুল হুওয়াল্লাহু আহাদ' (১১২ : ৪) পাঠ করতেন।[1]

[1] আহমদ, মাকদিসী, নাসাঈ, ইবনু নছর ও ত্বাবারানী।