নবী (সা.) এর ছলাত সম্পাদনের পদ্ধতি সালাত বিষয়ে বিস্তারিত মুহাম্মাদ নাছিরুদ্দিন আলবানী (রহ.) ১ টি

প্রারম্ভিক দু'আ পাঠান্তে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। এইভাবে শয়ত্বান থেকে আশ্রয় প্রার্থনা করতেন

أَعُوذُ بالله من الشيْطانِ الرجِيمِ من هَمْزِهِ ونَفْخِهِ ونَفْثِهِ

অর্থঃ আমি আল্লাহর নিকট বিতাড়িত শয়ত্বানের পাগলামী[1] অহঙ্কারী ও কু-কাব্যের প্ররোচনা থেকে আশ্রয় চাচ্ছি।[2]

তিনি কখনও একটু বৃদ্ধি সহকারে বলতেনঃ

أعوذ بالله السميع العليم من الشيطان ...

অর্থঃ আমি সর্বশ্রোতা আল্লাহর নিকট শয়ত্বান থেকে আশ্রয় চাচ্ছি ...।[3]

অতঃপর নীরবে بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ পড়তেন।[4]

[1] هَمْزِهِ কোন রাবী এর ব্যাখ্যা করেছেন المؤتة বলে, মীম অক্ষরে দম্মাহ ও ‘তা' অক্ষরে ফাতহার সাথে; এক প্রকার পাগলামি। ونَفْخِهِ - বৰ্ণনাকারী এর ব্যাখ্যা করেছেন “অহঙ্কার” বলে। نَفْثِهِ - বর্ণনাকারী এর ব্যাখ্যায় বলেছেন “কবিতা”। এ তিনটি ব্যাখ্যা নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে ছহীহ ও মুরসাল সনদ দ্বারা মারফু’ভাবে সাব্যস্ত হয়েছে। এখানে কবিতা দ্বারা মন্দ কবিতা উদ্দেশ্য। কারণ নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন কতক কবিতা প্রজ্ঞাবহ। এটি বুখারী বর্ণনা করেছেন।

[2] আবু দাউদ, ইবনু মাজাহ, দারাকুতুনী, হাকিম এবং তিনিসহ ইবনু হিব্বান ও যাহাবী এটিকে ছহীহ আখ্যা দিয়েছেন। আর পরবর্তীটিসহ এটি ইরওয়াউল গালীলে উদ্ধৃত হয়েছে (৩৪২)।

[3] আবু দাউদ ও তিরমিযী হাসান সনদ, “মাসায়েল উম্মু হানীতে” ইমাম আহমাদ এ কথাই বলেছেন। (১/৫০)।

[4] বুখারী, মুসলিম, আবু আওয়ানাহ, ত্বহাবী ও আহমাদ।