সূরা বাক্বারার শেষ দুই আয়াত পাঠ করুন।মহানবী (ﷺ) বলেন, ‘‘যে ব্যক্তি রাত্রে সূরা বাক্বারার শেষ দুটি আয়াত পাঠ করবে, তার জন্য সকল বস্ত্তর অনিষ্ট হতে ঐ দুটিই যথেষ্ট করবে।’’[1]

কোন কোন বর্ণনায় আছে, ঐ দুই আয়াত বাড়িতে তিন রাত পাঠ করলে শয়তান সে বাড়ির নিকটবর্তী হবে না অথবা তা (একবার) পাঠ করলে তিন রাত শয়তান সে বাড়ির নিকটবর্তী হবে না।[2]

[1]. বুখারী তাওহীদ পাবঃ হা/ ৫০০৮ , মুসলিম আল-মাকতাবাতুশ-শামেলা হা/৮০৭

[2]. সহীহ তারগীব ১৪৬৭