ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
ইসলামী জীবন-ধারা শয়ন ও নিদ্রার আদব আবদুল হামীদ ফাইযী
সূরা বাক্বারার শেষ দুই আয়াত পাঠ
সূরা বাক্বারার শেষ দুই আয়াত পাঠ করুন।মহানবী (ﷺ) বলেন, ‘‘যে ব্যক্তি রাত্রে সূরা বাক্বারার শেষ দুটি আয়াত পাঠ করবে, তার জন্য সকল বস্ত্তর অনিষ্ট হতে ঐ দুটিই যথেষ্ট করবে।’’[1]
কোন কোন বর্ণনায় আছে, ঐ দুই আয়াত বাড়িতে তিন রাত পাঠ করলে শয়তান সে বাড়ির নিকটবর্তী হবে না অথবা তা (একবার) পাঠ করলে তিন রাত শয়তান সে বাড়ির নিকটবর্তী হবে না।[2]
[1]. বুখারী তাওহীদ পাবঃ হা/ ৫০০৮ , মুসলিম আল-মাকতাবাতুশ-শামেলা হা/৮০৭
[2]. সহীহ তারগীব ১৪৬৭
[2]. সহীহ তারগীব ১৪৬৭