হাদীসের নামে জালিয়াতি
        
         অশুদ্ধ হাদীসের বিষয়ভিত্তিক মূলনীতি    ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)   ১  টি 
     ১. ঈমানের হ্রাস-বৃদ্ধি 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        কুরআনে একাধিক স্থানে আল্লাহ বলেছেন যে, মুমিনদের ঈমান বৃদ্ধি পায় (সূরা আনফাল ২ ও সূরা ফাতহ ৪ আয়াত)। তবে ঈমান বাড়ে এবং কমে অথবা বাড়ে না ও কমে না এবং কথা ও কর্ম ঈমানের অন্তর্ভুক্ত বা অন্তর্ভুক্ত নয়- এ অর্থে রাসূলুল্লাহ ﷺ থেকে কোনো সহীহ হাদীস বর্ণিত হয় নি। এ বিষয়ে বর্ণিত সকল হাদীস বানোয়াট বা অত্যন্ত দুর্বল। কুরআন ও হাদীসের প্রাসঙ্গিক নির্দেশনার আলোকে মুসলিম উম্মাহর ইমামগণ মতভেদ করেছেন।