হাদীসের নামে জালিয়াতি ৯. জাল হাদীস চিহ্নিতকরণে বাঙালী আলিমগণ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি

আল্লামা নূরুদ্দীন আলী হালাবী (১০৪৪ হি) রচিত ‘ইনসানুল উয়ূন ফী সীরাতিল আমীন আল-মামূন’ বা সীরাহ হালাবিয়্যাহ গ্রন্থের বিভিন্ন হাদীস জাল বলে চিহ্নিত করেছেন আবু জাফর সিদ্দিকী। যেমন: ‘বেলাল আযানের মধ্যে শীন অক্ষরকে সীনরূপে উচ্চারণ করতেন’, ‘বিলালের সীন আল্লাহর কাছে শীন’, ‘পাকস্থলী রোগব্যধির আবাসস্থল .....’... ইত্যাদি।[1]

[1] আবূ জাফর সিদ্দিকী, প্রাগুক্ত: উর্দু, পৃ. ১২-৯৯, বাংলা, পৃ. ৪৮৬-৪৮৯।