হাদীসের নামে জালিয়াতি
        
         ৯. জাল হাদীস চিহ্নিতকরণে বাঙালী আলিমগণ    ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)   ১  টি 
     ৯. ২. ৪. ৯. শারহুল আকায়িদ আন-নাসাফিয়্যাহ 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        আল্লামা মাসঊদ ইবন উমার সাদুদ্দীন তাফতাযানী (৭৯৩ হি) রচিত ‘শারহুল আকাইদ আন-নাসাফিয়্যাহ’ গ্রন্থের নিম্নের হাদীসটি জাল বলে চিহ্নিত করেছেন আবূ জাফর সিদ্দিকী: ‘আলিম বা তালিব ইলম যখন কোনো গ্রাম-মহল্লা দিয়ে গমন করেন তখন আল্লাহ সে গ্রাম বা মহল্লার গোরস্থানের আযাব ৪০ দিনের জন্য তুলে নেন।’’[1]
              [1] আবূ জাফর সিদ্দিকী, প্রাগুক্ত: উর্দু, পৃ. ১২-৯৯, বাংলা, পৃ. ৪৮৪-৪৮৬।