সিয়াম অবস্থায় থুথু কাশি গিলে ফেলা কেমন? 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        মুখে থাকা থুথু গিলে ফেললে অসুবিধা নেই। তবে কাশি গিলে ফেলা জায়েয নয়। কেননা কাশি থুথুর মত নয়।