রাতের সাহরী খাওয়া নিয়তের জন্য যথেষ্ট হবে কি? 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        রোযার জন্য নিয়ত করা ফরয। যে ব্যক্তি সিয়াম পালনের জন্য সাহরী খেল- এ সাহরী প্রমাণ করে যে এটা তার শুধুমাত্র সিয়াম পালনের জন্যই খাওয়া হয়েছে। কাজেই এ সাহরী নিয়তের স্থলাভিষিক্ত বলে ধরে নেয়া যায়।