ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
প্রশ্নোত্তরে রমযান ও ঈদ সিয়ামের নিয়ত : সময় ও পদ্ধতি অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
রাতের সাহরী খাওয়া নিয়তের জন্য যথেষ্ট হবে কি?
রোযার জন্য নিয়ত করা ফরয। যে ব্যক্তি সিয়াম পালনের জন্য সাহরী খেল- এ সাহরী প্রমাণ করে যে এটা তার শুধুমাত্র সিয়াম পালনের জন্যই খাওয়া হয়েছে। কাজেই এ সাহরী নিয়তের স্থলাভিষিক্ত বলে ধরে নেয়া যায়।