পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা
অষ্টম অধ্যায় - অযৌক্তিকতা ও অশালীনতা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
৮. ১. ২১. ৫. মদে ঈশ্বর ও মানুষ সকলেই খুশি
বাইবেল বলছে, সকল কিছুর মধ্যে মদ স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী, মদের দ্বারা ঈশ্বর ও মানুষ উভয়েই আনন্দ পায়। যখন আংগুর গাছকে বাগানের বাদশাহ হওয়ার জন্য বাগানের গাছেরা অনুরোধ করে তখন আংগুর গাছ বলে: ‘‘Should I leave my wine, which cheereth God and man, and go to be promoted over the trees? আমার মদ, যা ঈশ্বর ও মানুষকে উৎফুল্ল করে আমি কি তা পরিত্যাগ করে সকল গাছের উপর উন্নীত হতে যাব?’’ (বিচারকর্তৃগণ/ কাজীগণ: ৯/১৩)।