৮. ১. ২১. ৬. খুশিমত মদ খেয়ে আনন্দ-ফুর্তি করার ঐশ্বরিক নির্দেশ

সপরিবারে মাবুদের সামনে ইচ্ছামত আংগুরের মদ বা যে কোনো মাদক পানীয় পান করে আনন্দ-ফুর্তি করার নির্দেশ দিয়ে ঈশ্বর বলেন: ‘‘সেই টাকা দিয়ে তোমরা তোমাদের খুশীমত জিনিস কিনবে, যেমন গরু-ছাগল-ভেড়া, মদ বা যে কোনো মাদক পানীয় (wine, or for strong drink কেরি: কি দ্রাক্ষারস কি মদ্য; কি. মো.-৬ আংগুর-রস বা অন্য কোনো মদানো রস) কিংবা তোমাদের খুশীমত আর কিছু। তারপর তোমরা তোমাদের পরিবার নিয়ে তোমাদের মাবুদ আল্লাহর সামনে খাওয়া-দাওয়া করে আনন্দ করবে।’’ (দ্বিতীয় বিবরণ ১৪/২৬)

মাদকাসক্তদের জন্য এর চেয়ে আকর্ষণীয় পবিত্র নির্দেশ কী আর আছে? ইচ্ছামত, সপরিবারে, মাবুদের সামনে মদ খাও ও ফুর্তি কর! অন্যত্র ফুর্তিতে মদপানের আদেশ দিয়ে বাইবেল বলছে: ‘‘তুমি যাও, আনন্দপূর্বক তোমার খাদ্য ভোজন কর, ফুর্তিভরা হৃদয়ে তোমার মদ পান কর (drink thy wine with a merry heart: হৃষ্টচিত্তে দ্রাক্ষারস পান কর)’’ (উপদেশক/ হেদায়েতকারী ৯/৭)।

পানির বদলে মদপানের নির্দেশ দিয়ে বাইবেল বলছে: ‘‘এখন থেকে আর পানি পান করো না; বরং সামান্য মদ ব্যবহার কোরো (Drink no longer water, but use a little wine...)’’। (১ তীমথিয় ৫/২৩)