১৪. ‘বেশি পানি' বলতে কতটুকু বুঝায়?
শরী'আতের পরিভাষায় কুল্লাতাইন' অর্থাৎ দুই কুল্লার নিচে হলে কম পানি এবং এর চেয়ে অতিরিক্ত হলে এটাকে বেশি পানি বলা হয় । দুই কুল্লার পরিমাণ মতান্তরে ২০০ থেকে ২২৭ কেজির মতো।