ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত প্রথম অধ্যায় - তাহারাত বা পবিত্রতা অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
১৪. ‘বেশি পানি' বলতে কতটুকু বুঝায়?

শরী'আতের পরিভাষায় কুল্লাতাইন' অর্থাৎ দুই কুল্লার নিচে হলে কম পানি এবং এর চেয়ে অতিরিক্ত হলে এটাকে বেশি পানি বলা হয় । দুই কুল্লার পরিমাণ মতান্তরে ২০০ থেকে ২২৭ কেজির মতো।