কেউ কোন উপহার, উপকার বা সাহায্য করলে
কেউ কোন উপহার, উপকার বা সাহায্য করলে তার জন্য নিম্নের দুআ করতে হয়;
১। جزاك الله خيراً (জাযাকাল্লা-হু খাইরা) অর্থঃ আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। (সহীহ তিঃ ২/২৫০)
২। بارك الله فيك (বা-রাকাল্লা-হু ফীক) অর্থাৎ আল্লাহ আপনার মাঝে বৰ্কত দিন।
এর উত্তরে দাতাকেও বলা উচিত, وفيك بارك الله (অফীকা বা-রাকাল্লা-হ) অর্থাৎ আপনার মাঝেও আল্লাহ বৰ্কত দিন। (ইবনুস সুন্নী ২৭৮)
দেখানো হচ্ছেঃ ১ থেকে ১ পর্যন্ত, সর্বমোট ১ টি রেকর্ডের মধ্য থেকে