কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
সহীহ দুআ ও যিক্র কেউ কোন উপহার, উপকার বা সাহায্য করলে আবদুল হামীদ ফাইযী
কেউ কোন উপহার, উপকার বা সাহায্য করলে
কেউ কোন উপহার, উপকার বা সাহায্য করলে তার জন্য নিম্নের দুআ করতে হয়;
১। جزاك الله خيراً (জাযাকাল্লা-হু খাইরা) অর্থঃ আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। (সহীহ তিঃ ২/২৫০)
২। بارك الله فيك (বা-রাকাল্লা-হু ফীক) অর্থাৎ আল্লাহ আপনার মাঝে বৰ্কত দিন।
এর উত্তরে দাতাকেও বলা উচিত, وفيك بارك الله (অফীকা বা-রাকাল্লা-হ) অর্থাৎ আপনার মাঝেও আল্লাহ বৰ্কত দিন। (ইবনুস সুন্নী ২৭৮)