৮০:৩৯ ضَاحِكَۃٌ مُّسۡتَبۡشِرَۃٌ ﴿ۚ۳۹﴾
ضاحكۃ مستبشرۃ ﴿۳۹﴾
সহাস্য, প্রফুল্ল। আল-বায়ান
সহাস্য, উৎফুল্ল। তাইসিরুল
সহাস্য ও প্রফুল্ল। মুজিবুর রহমান
Laughing, rejoicing at good news. Sahih International
৩৯. সহাস্য ও প্রফুল্ল,
-
তাফসীরে জাকারিয়া৩৯। সহাস্য ও প্রফুল্ল। [1]
[1] এইরূপ ঈমানদারদের চেহারা হবে। যাদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে। এর দ্বারা তাদের আখেরাতের সুখ ও সাফল্য লাভের একীন হয়ে যাবে। যার ফলে তাদের মুখমন্ডলে খুশীর আভা প্রকাশ পাবে।
তাফসীরে আহসানুল বায়ান