৭৮ সূরাঃ আন-নাবা | An-Naba' | سورة النبإ - আয়াতঃ ২৭
৭৮:২৭ اِنَّهُمۡ كَانُوۡا لَا یَرۡجُوۡنَ حِسَابًا ﴿ۙ۲۷﴾
انهم كانوا لا یرجون حسابا ﴿۲۷﴾

নিশ্চয় তারা হিসাবের আশা করত না। আল-বায়ান

তারা (তাদের কৃতকর্মের) কোন হিসাব-নিকাশ আশা করত না, তাইসিরুল

তারা কখনও হিসাবের আশংকা করতনা, মুজিবুর রহমান

Indeed, they were not expecting an account Sahih International

২৭. নিশ্চয় তারা কখনো হিসেবের আশা করত না,

-

তাফসীরে জাকারিয়া

২৭। তারা (পরকালে) হিসাবের আশঙ্কা করত না। [1]

[1] এ কথা প্রথমোক্ত বাক্যের কারণ দর্শিয়ে বলা হয়েছে। অর্থাৎ, সে উল্লিখিত আযাবের উপযুক্ত। কেননা, সে মৃত্যুর পর পুনর্জীবনের প্রতি বিশ্বাসীই ছিল না, যাতে তারা হিসাব-নিকাশের আশঙ্কা করত।

তাফসীরে আহসানুল বায়ান