৭৮ সূরাঃ আন-নাবা | An-Naba' | سورة النبإ - আয়াতঃ ২৬
৭৮:২৬ جَزَآءً وِّفَاقًا ﴿ؕ۲۶﴾
جزآء وفاقا ﴿۲۶﴾

উপযুক্ত প্রতিফলস্বরূপ। আল-বায়ান

উপযুক্ত প্রতিফল। তাইসিরুল

এটাই সমুচিত প্রতিফল। মুজিবুর রহমান

An appropriate recompense. Sahih International

২৬. এটাই উপযুক্ত প্রতিফল।(১)

(১) অর্থাৎ জাহান্নামে তাদেরকে যে শাস্তি দেয়া হবে, তা ন্যায় ও ইনসাফের দৃষ্টিতে তাদের বাতিল বিশ্বাস ও কুকর্মের অনুরূপ হবে। এতে কোন বাড়াবাড়ি হবে না। [মুয়াস্‌সার, সা’দী]

তাফসীরে জাকারিয়া

২৬। এটাই (তাদের) উপযুক্ত প্রতিফল। [1]

[1] অর্থাৎ, এই শাস্তি তাদের সেই কুকর্মের অনুরূপ হবে, যা তারা পার্থিব জীবনে করত।

তাফসীরে আহসানুল বায়ান