৭৪:৪৯ فَمَا لَهُمۡ عَنِ التَّذۡكِرَۃِ مُعۡرِضِیۡنَ ﴿ۙ۴۹﴾
فما لهم عن التذكرۃ معرضین ﴿۴۹﴾
আর তাদের কী হয়েছে যে, তারা উপদেশ বাণী হতে বিমুখ? আল-বায়ান
তাদের হয়েছে কী যে তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? তাইসিরুল
তাদের কি হয়েছে যে, তারা মুখ ফিরিয়ে নেয় উপদেশ হতে? মুজিবুর রহমান
Then what is [the matter] with them that they are, from the reminder, turning away Sahih International
৪৯. অতঃপর তাদের কী হয়েছে যে, তারা মুখ ফিরিয়ে নেয় উপদেশ হতে?
-
তাফসীরে জাকারিয়া(৪৯) তাদের কী হয়েছে যে, তারা উপদেশ (কুরআন) হতে মুখ ফিরিয়ে নেয়?
-
তাফসীরে আহসানুল বায়ান