কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
  ৭৪ সূরাঃ আল-মুদ্দাসসির | Al-Muddathir | ٱلْمُدَّثِّر - আয়াত নং - ৪৯ - মাক্কী
 
          ৭৪ : ৪৯ فَمَا لَهُمۡ عَنِ التَّذۡكِرَۃِ  مُعۡرِضِیۡنَ ﴿ۙ۴۹﴾  
          
           
          
          
          
          আর তাদের কী হয়েছে যে, তারা উপদেশ বাণী হতে বিমুখ? আল-বায়ান
তাদের হয়েছে কী যে তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? তাইসিরুল
তাদের কি হয়েছে যে, তারা মুখ ফিরিয়ে নেয় উপদেশ হতে? মুজিবুর রহমান
Then what is [the matter] with them that they are, from the reminder, turning away Sahih International
৪৯. অতঃপর তাদের কী হয়েছে যে, তারা মুখ ফিরিয়ে নেয় উপদেশ হতে?
-
তাফসীরে জাকারিয়া(৪৯) তাদের কী হয়েছে যে, তারা উপদেশ (কুরআন) হতে মুখ ফিরিয়ে নেয়?
-
তাফসীরে আহসানুল বায়ান