৭৪ সূরাঃ আল-মুদ্দাসসির | Al-Muddathir | سورة المدثر - আয়াতঃ ৪৩
৭৪:৪৩ قَالُوۡا لَمۡ نَكُ مِنَ الۡمُصَلِّیۡنَ ﴿ۙ۴۳﴾
قالوا لم نك من المصلین ﴿۴۳﴾

তারা বলবে, ‘আমরা সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না’। আল-বায়ান

তারা বলবে, ‘আমরা নামায আদায়কারী লোকেদের মধ্যে শামিল ছিলাম না, তাইসিরুল

তারা বলবেঃ আমরা সালাত আদায় করতামনা – মুজিবুর রহমান

They will say, "We were not of those who prayed, Sahih International

৪৩. তারা বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না(১),

(১) এর অর্থ হলো, যেসব মানুষ আল্লাহর প্রতি ঈমান এনে সালাত ঠিকমত আদায় করেছে আমরা তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না। [কুরতুবী]

তাফসীরে জাকারিয়া

(৪৩) তারা বলবে, ‘আমরা নামাযীদের অন্তর্ভুক্ত ছিলাম না।

-

তাফসীরে আহসানুল বায়ান