৭৪:২৩ ثُمَّ اَدۡبَرَ وَ اسۡتَكۡبَرَ ﴿ۙ۲۳﴾
ثم ادبر و استكبر ﴿۲۳﴾
তারপর সে পিছনে ফিরল এবং অহংকার করল। আল-বায়ান
তারপর সে পিছনে ফিরল আর অহংকার করল। তাইসিরুল
অতঃপর সে পৃষ্ঠ প্রদর্শন করল এবং অহংকার করল। মুজিবুর রহমান
Then he turned back and was arrogant Sahih International
২৩. তারপর সে পিছন ফিরল এবং অহংকার করল।
-
তাফসীরে জাকারিয়া(২৩) অতঃপর সে পিছনে ফিরল এবং দম্ভ প্রকাশ করল। [1]
[1] অর্থাৎ, সত্য থেকে মুখ ফিরিয়ে নিল এবং ঈমান আনার ব্যাপারে অহংকার প্রদর্শন করল।
তাফসীরে আহসানুল বায়ান