৭৪:২২ ثُمَّ عَبَسَ وَ بَسَرَ ﴿ۙ۲۲﴾
ثم عبس و بسر ﴿۲۲﴾
তারপর সে ভ্রূকুঞ্চিত করল এবং মুখ বিকৃত করল। আল-বায়ান
তারপর ভ্রু কুঁচকালো আর মুখ বাঁকালো। তাইসিরুল
অতঃপর সে ভ্রু কুঞ্চিত করল ও মুখ বিকৃত করল। মুজিবুর রহমান
Then he frowned and scowled; Sahih International
২২. তারপর সে ভ্ৰকুঞ্চিত করল ও মুখ বিকৃত করল।
-
তাফসীরে জাকারিয়া(২২) অতঃপর সে ভ্রূকুঞ্চিত ও মুখ বিকৃত করল। [1]
[1] অর্থাৎ, উত্তর চিন্তা করার সময় চেহারা বিকৃত করল এবং ভ্রূ-কুঞ্চিত করল। যেমন, কোন জটিল বিষয়ে চিন্তা করার সময় সাধারণতঃ মানুষের হয়ে থাকে।
তাফসীরে আহসানুল বায়ান