৩৭ সূরাঃ আস-সাফফাত | As-Saffat | سورة الصافات - আয়াতঃ ৪৭
৩৭:৪৭ لَا فِیۡهَا غَوۡلٌ وَّ لَا هُمۡ عَنۡهَا یُنۡزَفُوۡنَ ﴿۴۷﴾
لا فیها غول و لا هم عنها ینزفون ﴿۴۷﴾

তাতে থাকবে না ক্ষতিকর কিছু* এবং তারা এগুলো দ্বারা মাতালও হবে না। আল-বায়ান

নেই তাতে দেহের জন্য ক্ষতিকর কোন কিছু, আর তারা তাতে মাতালও হবে না। তাইসিরুল

তাতে ক্ষতিকর কিছুই থাকবেনা এবং তারা তাতে মাতালও হবেনা। মুজিবুর রহমান

No bad effect is there in it, nor from it will they be intoxicated. Sahih International

* غول অর্থ নেশা, মাতলামি, মাথাব্যথা ও পেটের পীড়া।

৪৭. তাতে ক্ষতিকর কিছু থাকবে না এবং তাতে তারা মাতালও হবে না,

-

তাফসীরে জাকারিয়া

(৪৭) ওতে ক্ষতিকর কিছুই থাকবে না এবং ওতে তারা নেশাগ্রস্তও হবে না, [1]

[1] অর্থাৎ পৃথিবীর শারাবের মত তা পান করে বমি, মাথা ব্যথা, মাতলামি ও মতিভ্রমের আশঙ্কা থাকবে না।

তাফসীরে আহসানুল বায়ান