৩৭:৪৬ بَیۡضَآءَ لَذَّۃٍ لِّلشّٰرِبِیۡنَ ﴿ۚۖ۴۶﴾
بیضآء لذۃ للشربین ﴿۴۶﴾
সাদা, পানকারীদের জন্য সুস্বাদু। আল-বায়ান
নির্মল পানীয়, পানকারীদের জন্য সুপেয়, সুস্বাদু। তাইসিরুল
শুভ্র উজ্জ্বল, যা হবে পানকারীদের জন্য সুস্বাদু। মুজিবুর রহমান
White and delicious to the drinkers; Sahih International
৪৬. শুভ্ৰ উজ্জ্বল, যা হবে পানকারীদের জন্য সুস্বাদু।
-
তাফসীরে জাকারিয়া(৪৬) যা হবে শুভ্র উজ্জ্বল, পানকারীদের জন্য সুস্বাদু।[1]
[1] পৃথিবীর শারাবের রঙ সাধারণত অস্বচ্ছ বা ঘোলাটে হয়। কিন্তু জান্নাতের শারাব যেমন সুস্বাদু হবে, তেমনি তার রঙও হবে বড় সুন্দর (স্বচ্ছ ও অনাবিল)।
তাফসীরে আহসানুল বায়ান