কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৮৫ সূরাঃ আল-বুরুজ | Al-Buruj | سورة البروج - আয়াত নং - ২০ - মাক্কী

৮৫ : ২০ وَّ اللّٰهُ مِنۡ وَّرَآئِهِمۡ مُّحِیۡطٌ ﴿ۚ۲۰﴾

আর আল্লাহ তাদের অলক্ষ্যে তাদের পরিবেষ্টনকারী। আল-বায়ান

আর আল্লাহ আড়াল থেকে ওদেরকে ঘিরে রেখেছেন। তাইসিরুল

এবং আল্লাহ তাদের পরিবেষ্টন করে রয়েছেন। মুজিবুর রহমান

While Allah encompasses them from behind. Sahih International

২০. আর আল্লাহ্ সবদিক থেকে তাদেরকে পরিবেষ্টন করে রয়েছেন।

-

তাফসীরে জাকারিয়া

২০। আর আল্লাহ তাদেরকে পরিবেষ্টন করে রয়েছেন।[1]

[1] এই আয়াত إِنَّ بَطشَ رَبِّكَ لَشَدِيد আয়াতেরই প্রতিপাদক এবং তাকীদস্বরূপ।

তাফসীরে আহসানুল বায়ান