কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৮৫ সূরাঃ আল-বুরুজ | Al-Buruj | سورة البروج - আয়াত নং - ১৩ - মাক্কী

৮৫ : ১৩ اِنَّهٗ هُوَ یُبۡدِئُ وَ یُعِیۡدُ ﴿ۚ۱۳﴾

নিশ্চয় তিনি সৃষ্টির সূচনা করেন এবং তিনিই পুনরায় সৃষ্টি করবেন। আল-বায়ান

তিনিই প্রথমবার সৃষ্টি করেন অতঃপর সৃষ্টির আবর্তন ঘটান। তাইসিরুল

তিনিই অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান, মুজিবুর রহমান

Indeed, it is He who originates [creation] and repeats. Sahih International

১৩. তিনিই অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান,

-

তাফসীরে জাকারিয়া

১৩। তিনিই অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান।[1]

[1] অর্থাৎ, তিনিই নিজ পূর্ণ শক্তি ও কুদরত দ্বারা প্রথমবার সৃষ্টি করেন এবং কিয়ামতের দিন পুনর্বার ঠিক সেভাবেই সৃষ্টি করবেন যেভাবে তিনি প্রথমবার সৃষ্টি করেছেন।

তাফসীরে আহসানুল বায়ান