পরিচ্ছেদঃ ৩১: ভোর হওয়ার পূর্বে বিতরের সালাত আদায় করার নির্দেশ
১৬৮৪. ইয়াহইয়া ইবনু দুরুস্ত (রহ.) ..... আবূ সাঈদ (রাঃ)-এর সূত্রে নবী (সা.) হতে বর্ণিত। তিনি বলেন, তোমরা ফজরের সালাতের পূর্বেই বিতরের সালাত আদায় করে নিবে।
باب الأَمْرِ بِالْوِتْرِ قَبْلَ الصُّبْحِ
أَخْبَرَنَا يَحْيَى بْنُ دُرُسْتَ، قال: حَدَّثَنَا أَبُو إِسْمَاعِيلَ الْقَنَّادُ، قال: حَدَّثَنَا يَحْيَى وَهُوَ ابْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْأَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أَوْتِرُوا قَبْلَ الْفَجْرِ .
تخریج دارالدعوہ: انظر ما قبلہ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1685 - صحيح
He command to pray witr before dawn
It was narrated from Au Sa'eed that : The Prophet (ﷺ) said: Pray witr before dawn(fajr).