৫১০

পরিচ্ছেদঃ খুতবা অবস্থায় ইমাম যখন কোন লোককে মসজিদে প্রবেশ করতে দেখবেন তখন তাকে দু’রাকআত নামায পড়ার আদেশ দিবেন

৫১০) জাবের বিন আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ কোন এক জুমআর দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববীতে মানুষের জন্য খুতবা দিচ্ছিলেন। তখন একজন লোক আগমণ করল। তিনি তাকে প্রশ্ন করলেনঃ হে অমুক! তুমি কি নামায পড়েছ? সে বললঃ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ উঠ এবং দুই রাকআত নামায আদায় কর।

টিকাঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামএর কথা, ‘উঠ’- এ শব্দ থেকে বুঝা যায় লোকটি বসে পড়েছিল। তাই কাউকে মসজিদে প্রবেশ করলেই নামায পড়ার উপদেশ দেয়া যাবেনা। বরং নামায না পড়ে বসে যেতে দেখলে তা পড়ার নসীহত করা হবে।

باب إِذَا رَأَى الإِمَامُ رَجُلاً جَاءَ وَهْوَ يَخْطُبُ أَمَرَهُ أَنْ يُصَلِّيَ رَكْعَتَيْنِ

৫১০ـ عَنْ جَابِرِ بْنِ عَبْدِاللَّهِ رَضِيَ الله عَنْهُمَا قَالَ: جَاءَ رَجُلٌ وَالنَّبِيُّ يَخْطُبُ النَّاسَ يَوْمَ الْجُمُعَةِ، فَقَالَ أَصَلَّيْتَ يَا فُلانُ؟ قَالَ: لا. قَالَ قُمْ فَارْكَعْ رَكْعَتَيْنِ

৫১০ـ عن جابر بن عبدالله رضي الله عنهما قال: جاء رجل والنبي يخطب الناس يوم الجمعة، فقال اصليت يا فلان؟ قال: لا. قال قم فاركع ركعتين

During the Khutba, two Rak'a Salat before sitting (Tahayyat-ul-Masjid)


Narrated Jabir bin `Abdullah:

A person entered the mosque while the Prophet (ﷺ) was delivering the Khutba on a Friday. The Prophet (ﷺ) said to him, "Have you prayed?" The man replied in the negative. The Prophet (ﷺ) said, "Get up and pray two rak`at."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১১. কিতাবুল জুমআ বা জুমআ পর্ব (كتاب الجمعة)