৩৯৫

পরিচ্ছেদঃ রোগাক্রান্ত ব্যক্তি কি পরিমাণ রোগ নিয়ে জামাআতে শরীক হবে?

৩৯৫) আয়েশা (রাঃ) হতে অন্য বর্ণনায় আছে, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রোগ যখন বেড়ে গেল তখন তিনি তাঁর স্ত্রীদের কাছে অনুমতি চাইলেন, যাতে তিনি আমার ঘরে সেবা গ্রহণ করতে পারেন। তাঁরা অনুমতি দিয়ে দিলেন। হাদীছের অবশিষ্ট অংশ পূর্বে অতিবাহিত হয়েছে।

باب حَدِّ الْمَرِيضِ أَنْ يَشْهَدَ الْجَمَاعَةَ

৩৯৫ ـ وعَنْ عَائشَةَ رَضِيَ الله عَنْهَا قَالَتْ: لَمَّا ثَقُلَ النَّبِيُّ واشْتَدَّ وَجَعُهُ، اسْتَأذَنَ أزْوَاجَهُ أنْ يُمَرَّضّ فِي بَيْتِي، فَأذِنَّ لّهُ. وباقي الحديث تقدم آنفاً

৩৯৫ وعن عاىشة رضي الله عنها قالت لما ثقل النبي واشتد وجعه استاذن ازواجه ان يمرض في بيتي فاذن له وباقي الحديث تقدم انفا

The limit set for a patient to attend the congregational Salat (prayer)?


Narrated `Aisha:

"When the Prophet (ﷺ) became seriously ill and his disease became aggravated he asked for permission from his wives to be nursed in my house and he was allowed.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان)