২৯৮

পরিচ্ছেদঃ মদীনার রাস্তাসমূহে যে সমস্ত মসজিদ রয়েছে এবং যে সকল স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামায পড়েছেন

২৯৮) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি রাস্তার অনেক জায়গায় নামায পড়তেন এবং বলতেন যে, তিনি ঐ সমস্ত স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নামায পড়তে দেখেছেন।

بَابُ الْمَسَاجِدِ الَّتِي عَلَى طُرُقِ الْمَدِينَةِ

২৯৮ـ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ الله عَنْهُمَا: أَنَّهُ كَانَ يُصَلِّي فِي أَمَاكِنَ مِنَ الطَّرِيْقِ وَيَقُوْلُ: أَنَّهُ رَأَى النَّبِيَّ يُصَلِّي فِي تِلْكَ الأمْكِنَةِ.

২৯৮ـ عن ابن عمر رضي الله عنهما: انه كان يصلي في اماكن من الطريق ويقول: انه راى النبي يصلي في تلك الامكنة.

The mosques which are on the way to Al-Madina and the places where the Prophet (pbuh) had offered Salat (Prayers)


Narrated 'Abdullah bin umar that he had offered salat (prayer) at place on the ways and said, "That he had seen the Prophet (ﷺ) offering salat (prayer) on these places"


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৮. কিতাবুস্ সালাত (كتاب الصلاة)