পরিচ্ছেদঃ পরকালে নাজাতের আশায় চতুষ্পদ প্রাণীর উপর সদাচারণ করা মুস্তাহাব
৫৪৭. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পূর্বের হাদীসের ন্যায় হাদীস বর্ণনা করেন।”[1]
ذِكْرُ اسْتِحْبَابِ الْإِحْسَانِ إِلَى ذَوَاتِ الْأَرْبَعِ رَجَاءَ النَّجَاةِ فِي الْعُقْبَى بِهِ
أَخْبَرْنَاهُ عَلِيُّ بْنُ أَحْمَدَ ـ فِي عَقِبِهِ ـ: حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بمثله.
اخبرناه علي بن احمد ـ في عقبه ـ: حدثنا نصر بن علي: حدثنا عبد الاعلى: حدثنا عبيد الله، عن سعيد المقبري عن ابي هريرة عن النبي - صلى الله عليه وسلم - بمثله.
[1] সহীহ আল বুখারী: ৩৩১৮; সহীহ মুসলিম: ২২৪২; মুসনাদ আহমাদ: ২/২৬১; ইবনু মাজাহ: ৪২৫৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ৪১৮৪; সুনান বাইহাকী: ৮/১৪।
হাদীসটিকে আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৮।)
হাদীসটিকে আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৮।)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সহীহ ইবনু হিব্বান (হাদিসবিডি)
৬. সদাচারণ ও ন্যায়নিষ্ঠতা সংশ্লিষ্ট কিতাব (كِتَابُ الْبِرِّ وَالْإِحْسَانِ)