পরিচ্ছেদঃ ভালভাবে বুঝার জন্য একই কথা তিনবার বলা
আলোকিত প্রকাশনী নাম্বারঃ ৮২, আন্তর্জাতিক নাম্বারঃ ৯৪
৮২) আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাম দিতেন তখন তিনবার দিতেন। কোন কথা বললে তা তিনবার বলতেন। যাতে করে তা (ভালভাবে) বুঝা যায়।
باب مَنْ بَرَكَ عَلَى رُكْبَتَيْهِ عِنْدَ الإِمَامِ أَوِ الْمُحَدِّثِ
৮২ـ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ : أَنَّهُ كَانَ إِذَا سَلَّمَ سَلَّمَ ثَلاثًا، وَإِذَا تَكَلَّمَ بِكَلِمَةٍ أَعَادَهَا ثَلاثًا، حَتَّى تُفْهَمْ عَنْهُ.
৮২ـ عن انس عن النبي : انه كان اذا سلم سلم ثلاثا، واذا تكلم بكلمة اعادها ثلاثا، حتى تفهم عنه.
ইসলামিক ফাউন্ডেশনঃ ৯৪
ইসলামিক সেন্টারঃ ৯৪
ইসলামিক সেন্টারঃ ৯৪
Whoever knelt down before the Imam or a (religious) preacher
Narrated Anas:
Whenever the Prophet (ﷺ) asked permission to enter, he knocked the door thrice with greeting and whenever he spoke a sentence (said a thing) he used to repeat it thrice.
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৩. কিতাবুল ইলম (كتاب العلم)