৩৬

পরিচ্ছেদঃ ছাওয়াবের আশায় রামাযানের রোযা রাখা ঈমানের অন্তর্ভূক্ত

 ৩৬) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি ঈমানের সাথে এবং ছাওয়াবের আশায় রামাযানের রোযা রাখবে তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে।

باب صَوْمُ رَمَضَانَ احْتِسَابًا مِنَ الإِيمَانِ

৩৬ـ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ.

৩৬ـ عن ابي هريرة قال: قال رسول الله من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه.

To observe fasting (according to Islamic teachings)] during the month of Ramadan (sincerely and faithfully) hoping for Allah's Reward only, is a part of faith


Narrated Abu Huraira:

Allah's Messenger (ﷺ) said, "Whoever observes fasts during the month of Ramadan out of sincere faith, and hoping to attain Allah's rewards, then all his past sins will be forgiven."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان)