৩৫

পরিচ্ছেদঃ রামাযানের রাতে কিয়াম করা ঈমানের অন্তর্ভূক্ত

৩৫) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি ঈমানের সাথে এবং ছাওয়াবের আশায় রামাযানের রাতে কিয়াম করবে তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে।

باب تَطَوُّعُ قِيَامِ رَمَضَانَ مِنَ الإِيمَانِ

৩৫ـ وَعَنْهُ أَيْضاً أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ. (بخارى:৩৭)

৩৫ـ وعنه ايضا ان رسول الله قال من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. (بخارى:৩৭)

It is a part of faith to establish the (Nawafil — voluntary) prayers during the nights of Ramadan


Narrated Abu Huraira:

Allah's Messenger (ﷺ) said: "Whoever establishes prayers during the nights of Ramadan faithfully out of sincere faith and hoping to attain Allah's rewards (not for showing off), all his past sins will be forgiven."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان)