৪৯৫

পরিচ্ছেদঃ ২৯) প্রথম কাতারে নামায পড়ার প্রতি উদ্বুদ্ধ করন এবং কাতার সোজা করা ও কাতারের ডান দিকের ফযীলতের বর্ণনা

৪৯৫. (সহীহ্) ইবনে ওমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’তোমরা কাতার প্রতিষ্ঠা কর, কাঁধগুলো বরাবর কর, দু’জনের মধ্যে ফাঁকা জায়গা পূর্ণ কর, মুসল্লিদের জন্য তোমাদের হাতগুলো নরম করে দাও, আর শয়তানের জন্য কোন জায়গা খালি রাখিও না। কেননা যে ব্যক্তি কাতার পরিপূর্ণ করবে আল্লাহ্‌ তার সাথে সম্পর্ক স্থাপন করেন। আর যে ব্যক্তি কাতার বিছিন্ন করবে আল্লাহ তার সাথে সম্পর্ক বিছিন্ন করবেন।’’

(হাদীছটি বর্ণনা করেছেন আহমাদ ২/৯৭, আবু দাউদ ৬৬৬। নাসাঈ ২/৯৩ ও ইবনে খুযায়মা ৩/২৩ হাদীছটির শেষাংশ বর্ণনা করেছেন)

الترغيب في الصف الأول وما جاء في تسوية الصفوف والتراص فيها وفضل ميامنها

(صحيح) عن ابن عمر رَضِيَ اللَّهُ عَنْهُمَا أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أَقِيمُوا الصُّفُوفَ , وَحَاذُوا بَيْنَ الْمَنَاكِبِ , وَسُدُّوا الْخَلَلَ , وَلِينُوا بِأَيْدِى إِخْوَانِكُمْ , وَلاَ تَذَرُوا فُرُجَاتٍ لِلشَّيْطَانِ , وَمَنْ وَصَلَ صَفًّا وَصَلَهُ اللَّهُ , وَمَنْ قَطَعَ صَفًّا قَطَعَهُ اللَّهُ. رواه أحمد وأبو داود وَعَنْد النسائي وابن خزيمة آخره

(صحيح) عن ابن عمر رضي الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم قال: اقيموا الصفوف , وحاذوا بين المناكب , وسدوا الخلل , ولينوا بايدى اخوانكم , ولا تذروا فرجات للشيطان , ومن وصل صفا وصله الله , ومن قطع صفا قطعه الله. رواه احمد وابو داود وعند النساىي وابن خزيمة اخره

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
আত্ তারগীব ওয়াত্ তারহীব
৫. সালাত (كتاب الصلاة)