পরিচ্ছেদঃ
ذِكْرُ إِيجَابِ الْعُقُوبَةِ فِي الْقِيَامَةِ عَلَى الْكَاتِمِ الْعِلْمَ الَّذِي يُحتاج إِلَيْهِ فِي أُمُورِ الْمُسْلِمِينَ
মুসলিমগণের কর্মকান্ডে যে ইলম প্রয়োজনীয় বিবেচিত হয়, এমন ইলম যে গোপন করবে, কিয়ামতের দিন তার জন্য শাস্তি অবধারিত হওয়ার বর্ণনাঃ
৯৫. আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে লোক (জিজ্ঞাসিত হওয়ার পরও) ইলম গোপন করে, তাকে কিয়ামতের দিবসে আগুনের লাগাম পরানো হবে।[1]
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ عَلِيِّ بْنِ الْحَكَمِ الْبُنَانِيِّ عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال:
(من كَتَمَ عِلْمًا تلجَّم بِلِجَامٍ مِنْ نَارٍ يَوْمَ القيامة)
= [109: 2]
[تعليق الشيخ الألباني]
صحيح – ((تخريج المشكاة)) (223)، ((التعليق الرغيب)) (1/ 73)، ((الروض النضير)) (1139).
الحديث: 95 ¦ الجزء: 1 ¦ الصفحة: 207
আরনাউত্ব: সহীহ।
তাখরীজ: আবূ দাউদ ৩৬৫৮; আহমাদ, আল মুসনাদ ২/২৬৩, ৩০৫; তিরমিযী ২৬৪৯; ইবনু মাজাহ ২৬১; হাকিম ১/১০১। হাকিম ও যাহাবী সহীহ বলেছেন।