পরিচ্ছেদঃ
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ يَقْرُنَ إِلَى مَا ذَكَرْنَا فِي التَّعَوُّذِ مِنْهَا أَشْيَاءَ مَعْلُومَةً
লোকের উপর মুস্তাহাব হলো আমরা যা পূর্বে উল্লেখ করলাম (উপকারী জ্ঞান প্রার্থনা)- তার সাথে কয়েকটি বিষয়ে আশ্রয় প্রার্থনা কে মিলিত করা- এ সংক্রান্ত বর্ণনাঃ
৮৩. আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ “হে আল্লাহ! তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি এমন জ্ঞান হতে যা কাজে আসে না; এমন আমল হতে যা উত্থিত (কবুল) হয় না; এমন অন্তর হতে যা (তোমার ভয়ে) ভীত হয় না এবং এমন দুআ হতে যা শুনা হয় না (প্রত্যাখ্যান করা হয়)। [1]
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو نَصْرٍ التَّمَّارُ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رسول الله صلى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ:
(اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ وَعَمَلٍ لَا يُرْفَعُ وَقَلَبٍ لَا يَخْشَعُ وَقَوْلٍ لَا يسمع)
= [12: 5]
[تعليق الشيخ الألباني]
صحيح – ((التعليق الرغيب)) (1/ 75).
الحديث: 83 ¦ الجزء: 1 ¦ الصفحة: 201
আরনাউত্ব: সহীহ মুসলিমের শর্তানুযায়ী সহীহ।
তাখরীজ: ইবনু আব্দুল বারর, জামি’ বয়ানিল ইলম ওয়া ফাযলিহী পৃ. ২১৪; তায়ালিসী, ২০০৭; ইবনু আবী শাইবা ১০/১৮৭-১৮৮; আহমাদ ৩/১৮৩, ১৯২, ২৫৫; নাসাঈ ৮/২৮৪; হাকিম ১/১০৪;
যাইদ ইবনু আরকাম (রাঃ) থেকে ইবনু আবী শাইবা ১০/১৮৭; মুসলিম ২৭২২
আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ): হতে তিরমিযী ৩৪৮২; নাসাঈ ৮/২৫৫।
আবূ হুরাইরা (রাঃ) হতে ইবনু আবী শাইবা ১০/১৮৭; নাসাঈ ৮/২৬৩; হাকিম ১/১০৪।
ইবনু মাসউদ (রাঃ) হতে ইবনু আবী শাইবা ১০/১৮৭।
ইবনু আব্বাস (রাঃ) হতে ইবনু আব্দুল বারর পৃ. ২১৪. ২১৫।