পরিচ্ছেদঃ ৪র্থ ভাগ
ذِكْرُ إِيجَابِ دُخُولِ النَّارِ لِمَنْ نَسَبَ الشَّيْءَ إِلَى الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ غَيْرُ عَالِمٍ بِصِحَّتِهِ
যে ব্যক্তি এমন কোন বিষয়কে নাবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে নিসবত (সম্পৃক্ত) করে, যার বিশুদ্ধতার ব্যাপারে সে অবগত নয়- তার জন্য জাহান্নামে প্রবেশ আবশ্যক হওয়ার বর্ণনা:
২৮. আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি এমন কথা আমার প্রতি আরোপ করল- যা আমি বলিনি, তবে সে যেন জাহান্নামে তার জায়গা বানিয়ে নিল।[1]
فَصْلٌ
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ الله صلى الله عليه وسلم قَالَ:
(مَنْ قَالَ عَلَيَّ مَا لَمْ أَقُلْ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ من النار)
= [109: 2]
[تعليق الشيخ الألباني]
حسن صحيح - ((الصحيحة)) (3100).
الحديث: 28 ¦ الجزء: 1 ¦ الصفحة: 160
আরনাউত্ব: হাসান।
তাখরীজ: বুখারী, ১১০; মুসলিম, মুকদ্দিমা ৩; ; আবূ দাউদ, ৩৬৫১; ইবনু মাজাহ , মুকাদ্দিমা ৩৬; আহমাদ ২/৪১০, ৪৬৯, ৫১৯।