পরিচ্ছেদঃ ৩৯/২৯. কালজিরা দ্বারা চিকিৎসা করা।
১৪৩০. আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেনঃ কালো জিরা ’সাম’ ব্যতীত সকল রোগের ঔষধ।
التداوي بالحبة السوداء
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّه سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: فِي الْحَبَّةِ السَّوْدَاءِ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ، إِلاَّ السَّامَ
حديث ابي هريرة رضي الله عنه، انه سمع رسول الله صلى الله عليه وسلم، يقول: في الحبة السوداء شفاء من كل داء، الا السام
সহীহুল বুখারী, পৰ্ব ৭৬ : চিকিৎসা, অধ্যায় ৭, হাঃ ৫৬৮৮; মুসলিম, পর্ব ৩৯ : সালাম, অধ্যায় ২৯, হাঃ ২২১৫
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
৩৯/ সালাম (كتاب السلام)