পরিচ্ছেদঃ ২৭/১৩. মুদাব্বার গোলাম বিক্রি করা।
১০৮৪. জাবির (রাঃ) হতে বর্ণিত। আনসার সম্প্রদায়ের এক ব্যক্তি তার গোলামকে মুদাব্বীর বানালো। ঐ গোলাম ব্যতীত তার আর কোন মাল ছিল না। খবরটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে পৌছল। তিনি বললেনঃ গোলামটিকে আমার নিকট হতে কে ক্রয় করবে? নু’আয়ম ইবনু নাহহাম (রাঃ) আটশ’ দিরহামের বিনিময়ে ক্রয় করে নিল।
جواز بيع المدبر
حديث جَابِرٍ، أَنَّ رَجُلاً مِنَ الأَنْصَارِ دَبَّرَ مَمْلُوكًا لَهُ، وَلَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرُهُ، فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: مَنْ يَشْتَرِيهِ مِنِّي فَاشْتَرَاهُ نعَيْمُ بْنُ النَّحَّامِ بِثَمَانِمِائَةِ دِرْهَمٍ
حديث جابر، ان رجلا من الانصار دبر مملوكا له، ولم يكن له مال غيره، فبلغ النبي صلى الله عليه وسلم، فقال: من يشتريه مني فاشتراه نعيم بن النحام بثمانماىة درهم
সহীহুল বুখারী, পৰ্ব ৮৪: অঙ্গীকারের কাফফারা, অধ্যায় ৭, হাঃ ৬৭১৬; মুসলিম, পর্ব ২৭ ; কসম, অধ্যায় ১৩, হাঃ ৯৯৭
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ জাবির ইবনু আবদুল্লাহ আনসারী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
২৭/ কসম (كتاب الأيمان)