পরিচ্ছেদঃ ১৫/৮৭. মহামারী ও দাজ্জালের প্রবেশ থেকে মদীনাহ সংরক্ষিত হওয়া।
৮৭১. আবু হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মদীনার প্রবেশ পথসমূহে ফেরেশতা পাহারায় নিয়োজিত আছে। তাই প্লেগ রোগ এবং দাজ্জাল মদীনায় প্রবেশ করতে পারবে না।
صيانة المدينة من دخول الطاعون والدجال إِليها
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: عَلَى أَنْقَابِ الْمَدِينَةِ مَلاَئِكَةٌ لاَ يَدْخُلُهَا الطَّاعُونُ وَلاَ الدَّجَّالُ
حديث ابي هريرة رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: على انقاب المدينة ملاىكة لا يدخلها الطاعون ولا الدجال
সহীহুল বুখারী, পৰ্ব ২৯: মদীনাহর ফাযীলাত, অধ্যায় ৯, হাঃ ১৮৮০; মুসলিম, পূর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৮৭, হাঃ ১৩৭৯
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
১৫/ হজ্জ (كتاب الحج)